সাম্প্রতিক সময়ে গত ৬ জুলাই ২০২৪ ইংরেজি তারিখে” ঢাকার বার্তা” পত্রিকায় বড়লেখায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ নিরসন করতে শিক্ষা কর্মকর্তার উদ্যোগ হেডলাইনের নিচে লিখিত বিষয়ে কিছু অসত্য তথ্য, গুজব, প্রহসনমূলক ও প্রতিহিংসামূলক সংবাদের উল্লেখ করা হয় বিষয়ে সংবাদ প্রকাশ করা হয় ।
এছাড়া নবাগত উপজেলা শিক্ষাকর্মকর্তাকে উল্লেখ করে কিছু মিথ্যা কথা লেখা হয়, যাহা তিনি উল্লেখ করেন নি বলে অভিযোগ জানান তিনি।
তিনি একজন সরকারি কর্মকর্তা বিদায় অদ্য ৯ জুলাই-২৪ ইং ভিকটিম গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়লেখা মৌলভীবাজার এর প্রধান শিক্ষক মোঃ আপ্তাব আলী বিষয় টি সম্পূন্য মিথ্যা উদ্দ্যোশ্য প্রণোদিত বলে দাবী করেন মর্মে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ দিলো ঢাকার বার্তা নিউজ পোর্টাল।