নিজস্ব প্রতিবেদক:- ঢাকার উত্তপ্ত রাস্তায় মানুষকে বেরোতে হয়, বেঁচে থাকার জন্যই। এপ্রিল এমনিতেই দেশের উষ্ণতম মাস। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়। তারমধ্যে তাপপ্রবাহ চলছে। দেশজুড়ে টানা তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হলো সোমবার।
বৃষ্টির জন্য মানুষ আকুতি করছে। মেঘাচ্ছন্ন আকাশ দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, বৃষ্টির দেখা নেই। ঢাকার রাস্তায় তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষকে পানি ও শরবৎ সরবরাহ করছেন অনেকেই। নিজ উদ্যোগে বা কোন প্রতিষ্ঠানের উদ্যোগে এমন কার্যক্রম চোখে পড়ছে। এরই মধ্যে আজ চোখে পড়ল সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্র পথচারীদের মাঝে শরবত বিতরণ করছেন।
পথচারী, রিক্সা চালকদের মাঝে শরবত বিতরণ কালে সময় এক্সপ্রেস নিউজ এর সাথে কথা হয় ছাত্রলীগের এই নেতার সাথে। সময় এক্সপ্রেস কে তিনি জানান, “কলের শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে, যেমন শীতকালে অসহায় শীতার্তদের মাঝে কম্ভল বিতরণ, গত কয়েকদিনের তাপদাহে পথচারীদের মাঝে প্রায় প্রতিদিনই শরবত বিতরণ, অসহায়দের পাশে দাঁড়ানো, এছাড়া কলেজের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ফরম পূরণ এ নানানভাবে সহযোগিতা করে আসছি। বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই ইতিবাচক কাজের মাধ্যমেই আলোচনায় থাকতে পছন্দ করে। তারই ধারাবাহিকতা ধরে রাখতে চাই ইনশাআল্লাহ”।