বিশিষ্ট সমাজ সেবিকা ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক জেলী চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে সবলদের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। অথচ তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের চেয়ে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। বিপদ-আপদে সব সময় তাদের পাশে দাঁড়ানো মানবতা ও ইমানি দায়িত্ব। প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরন না করে তাদের সঙ্গে অসদাচরণ, উপহাস, ব্যঙ্গ-বিদ্রুপ করে থাকি। যা খুবই জঘন্য ও নিন্দনীয় কাজ।
সমাজে প্রতিবন্ধী মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।
প্রতিবন্ধীদের মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মানুষকে কর্তব্যপরায়ণ ও দায়িত্বসচেতন হতে হবে। প্রতিবন্ধীরা স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে সে দিকে আমারদের দৃষ্টি দিতে হবে। তিনি সমাজের বৃত্তবানদের প্রতিবন্ধীদের সাহার্যে এগিয়ে আসার আহ্বান জানান।
রবিবার (৫ মার্চ,২০২৩)বিকালে বিকালে নগরীর রৌফবাদস্থ মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে ফারয ফাউন্ডেশনে (ঋঅজত ঋঙটঘউঅঞওঙঘ) উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন পোষাক বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি রৌফবাদস্থ মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে পারিবারিক ফাউন্ডেশন ফারয ফাউন্ডেশনে (ঋঅজত ঋঙটঘউঅঞওঙঘ) উদ্যোগে ২০০ প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন পোষাক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম স্কুলের অধ্যক্ষ ফিজিও থেরাপিস্ট মোঃ এনামুল হক, স্পীচ থেরাপিস্ট আবু বক্কর সিদ্দিক, স্কুল শিক্ষক মোঃ নবীর খান, আজিমুন ইসলাম তুষার, তৌহিদুল ইসলাম রাসেল, তাসলিমা আহম্মেদ, ফারহানা জসীম, নাসিমা আক্তার, স্কুল শিক্ষিকা মোতার হোসেন, আম্বিয়া খাতুন, মনোয়ারা বেগম, লাভলী আকতার, সামসুল ইসলাম প্রমুখ।