মারুফ সরকার ,স্টাফ রিপোটার : প্রেম প্রীতির বন্ধন ছবিতে পুরো পারিশ্রমিক না দেয়ার অভিযোগ করেন চিত্রনায়িকা শাহনূর। আজ শনিবার ঈদুল ফিতরের দিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহনূর নিজে ফেসবুকের মাধ্যমে এ তথ্য জানান। চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হয়ে পারিশ্রমিক না পান তাহলে অন্য সবাই কি করেন এই প্রশ্ন করেন অনেকে। ছবিটি পরিচালনা করেন সোলায়মান আলী লেবু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জয় চৌধুরী ,অপু বিশ্বাস, মিশা সওদাগর ও শাহনূরসহ অনেকে।
তিনি জানান ,প্রেম প্রীতির বন্ধন ছবিটি আজকে রিলিজ হয়েছে, কিন্তু আমার মনে কোন আনন্দ নেই। এই ছবির পরিচালক এবং প্রযোজক সোলায়মান আলী লেবু। তিনি আমার ডাবিং অন্যমানুষ দিয়ে করিয়ে এবং পুরো পারিশ্রমিক না দিয়েই ছবি রিলিজ করেছেন।আমি শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হবার পরেও এমন করতে পারল। মনের কষ্ট মনে ই রইলো, আল্লাহ বিচার করবেন। তবুও চাই, ছবিটা ভাল যাক।
এ ব্যাপারে ছবিটি পরিচালক সোলায়মান আলী লেবুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।