মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার:- মৌলভীবাজারের বড়লেখার নবাগত সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম সারোয়ার এর সাথে বড়লেখা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার বড়লেখা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দরা বড়লেখা উপজেলা সহকারী কমিশনার ভুমির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় সাংবাদিক
সংস্থার সভাপতি এম এম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুয়েল কামাল, সহ সভাপতি ফয়জুর রহমান শিমুল, সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহমেদ জাকারিয়া সহ অনেকে।
এ মতবিনিময় সভায় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বড়লেখা উপজেলার ভুমি বিষয়ে সাধারণ লোকজনের হয়রানি বন্ধের দাবি তুলে ধরেন।
এ সময় সহকারী কমিশনার ভুমি মোঃ আসলাম সারোয়ার জানান সাধারণ জনগন যাতে ভুমি সংক্রান্ত কাজে কোন দূর্ভোগ পোহাতে না হয় সে ব্যবস্হা করবেন বলে আশ্বস্হ করেন তিনি দায়িত্ব পালনে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।