নিজস্ব প্রতিবেদক খান মোঃ ফেরদৌস:- বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে হাজারো মুসুল্লিদের উপস্থিতে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার সকাল নয় টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ মাসব্যাপী সিয়াম-সাধনার পরে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিবারের সাথে ঈদ উৎযাপন করতে বড়িয়া-নন্দপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে আসেন।
ঈদের নামাজে ইমামতি করেন সর্বজন শ্রদ্বীয় আলেম বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন খান।নামাজ শেষে মুসল্লীদের উদ্দেশ্য মোল্লা পরিবারের পক্ষ থেকে এলাকার সার্বিক পরিস্থিতি,মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের অবকাঠামো উন্নয়ন নিয়ে সৌজন্যে মূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।
বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন মুহাম্মদ মতিউর রহমান মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা,আলেম ওলামা,চাকুরিজীবী,সাংবাদিক ও সর্বস্তরের হাজারো মুসুল্লি উপস্থিত ছিলেন।
নামাজ শেষে মুসল্লীরা মহান আল্লাহর কাছে সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামণা ও ফিলিস্তিনি মজলুম মুসলিমদের জন্য এবং বিশ্ববাসীর কল্যানে দো’আ মুনাজাত করেন।
প্রতি বছরের ন্যায় ঈদগাহে আগত মুসুল্লিদের জন্য রঙ্গশ্রী ইউনিয়নের আমৃত্যু কালীন সাবেক সফল চেয়ারম্যান মরহুম রুস্তম আলী মোল্লা’র পরিবারে’র পক্ষ থেকে ডাল-ভাতের আয়োজন করেন।
খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন তরুন সমাজসেবক সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তম আলী মোল্লা সাহেবের সুযোগ্য সন্তান মুহাম্মদ মিজানুর রহমান মোল্লা,তানিম মোল্লা,ও মেহেদী হাসান মোল্লা সহ অসংখ্য সেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।