নিজস্ব প্রতিবেদক :-“ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৪-১০-২০২৩ ইং তারিখে রেইজ প্রকল্পের মাধ্যমে শহর ও উপ-শহরাঞ্চলের স্কুল ও কলেজের ঝরে পরা সমাজের বেকার অদক্ষ (১৮ বছর থেকে ৩৫ বছরের) বয়সী তরুণদের একজন দক্ষ গুরু বা ওস্তাদের কাছে ০৬ মাস ব্যাপি হাতে-কলমে কারিগরী শিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ব্যাংক ও পি.কে এস এফ এর আর্থিক সহায়তায় পরিচালিত এবং গ্রামীন জন উন্নয়ন কর্তৃক বাস্তবায়িত বরিশাল সদর শাখা ও রুপাতলী শাখার বিভিন্ন ট্রেডের গুরু-শিষ্য কার্যক্রম পরিদর্শন করেন রেইজ প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী জনাব গোলাম জিলানী, পিকেএসএফ। এ সময় জনাব গোলাম জিলানী স্যার বিভিন্ন ট্রেডের কাজ পরিদর্শনে ওস্তাদ ও শিষ্যদের বলেন দক্ষ জনশক্তি উন্নয়নের চাবিকাঠি। এছাড়াও তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুর রহমান, সমন্বয়কারী, রেইজ- জিজেইউএস। জনাব মোঃ জালিজ মাহমুদ, এরিয়া ইনচার্জ, বরিশাল অঞ্চল।
এছাড়াও বরিশাল ও রুপাতলী শাখার শাখা ইনচার্জ রাবেয়া বেগম ও মোঃ লোকমান হোসেন উপস্থিত থেকে তাদের নির্বাচিত গুরু-শিষ্যদের কর্মকান্ড দেখান।