নিজস্ব প্রতিবেদক :- বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্পেশাল করেসপনডেন্ড শিকদার মাহবুব ফের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান সরদারকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর লঞ্চঘাট এলাকায় চট্টগ্রাম মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্টে এক সভায় কন্ঠভোটে ও সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠিত সাধারণ সভায় সিনিয়র সহসভাপতি মোঃ আসাদুজ্জামান শেখ,সহসভাপতি আল আমিন হোসেন (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ সকাল),সহসভাপতি নাসির হোসেন (দৈনিক আলোকিত বরিশাল),সহসভাপতি সাকিব (আরটিভি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ বায়জীদ(দৈনিক আমাদের বরিশাল),যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান (সংবাদ সকাল),সাংগঠনিক সম্পাদক মোঃ খবীর হোসেন(দৈনিক তারুণ্যের বার্তা),সহসাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম (নবাব) (দৈনিক হিরন্ময়),প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান (দখিনের ক্রাইম), সাংস্কৃতিক ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনএইচ মান্না (বিডি ক্রাইম পেট্রোল অনলাইন পোর্টাল),১নং কার্যকরী সদস্য তামিম মাহমুদ(প্রথম সকাল),কার্যকরী সদস্য এম.মনির হোসেন(জাতীয় দৈনিক ভোরের আকাশ) ও কার্যকরী সদস্য হাফেজ মোঃ মারুফ হোসেনকে বিডি ক্রাইম পেট্রোল অনলাইন পোর্টাল),তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত ও হাসপাতালে দালালী করার কারণে র্যাবের হাতে আটক হওয়া বিপ্লব আহমেদ ওরফে বিপ্লব সরদারকে সংগঠনের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ১৫ সদস্যর ওই কমিটির মেয়াদ ২০২৩-২০২৪ সাল পর্যন্ত।