নিজস্ব প্রতিবেদক:- বরিশাল -৬ আসনে দীর্ঘদিনধরে মহাজোটের সাথে থাকা জাতীয় পার্টির সংসদ সদস্য।বরিশাল -৬ বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। ক্ষমতাসীন দলের এমপি না থাকায় দীর্ঘ বছর ধরে বাকেরগঞ্জে কোন উন্নয়ন হয়নি।বর্তমান এমপি রত্নাআমীন টানা ২ বারের এমপি এর আগে তার স্বামী রুহুল আমিন এই আসনের এমপি ছিলো।সাধারণ জনগণ লাঙ্গল তথা হাওলাদার পরিবারের উপর বিবৃত। কেননা তারা প্রতিবার ইশতিহার দিয়ে জনগণের প্রত্যাশা পারনে ব্যার্থ। বাকেরগঞ্জ অবহেলিত অবহেলিতই রয়ে গেছে। তাই বর্তমান সরকারের শরীক দল হিসেবে যদি লাঙ্গল প্রতিক এবছরও দেওয়া হয় তাহলে সতন্ত্র প্রার্থী হিসেবে ডা: শাহারিয়ার জনগণের মনোনীত। তাকে সকল শ্রেণী পেশার মানুষ ভালোবাসেন।শিক্ষাগত যোগ্যতা,লেখক,সংগঠক, মানবিক কাজ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় তরুণ স্মার্ট নেতৃত্ব হিসেবে বাকেরগঞ্জবাসী নতুন মুখের আশায় ছিলো। ডা:শাহারিয়ার মিঞা সাহিদ ইতিমধ্যে তার সামাজিক মানবিক কাজের মাধ্যমে বাকেরগঞ্জবাসীর সাধারণ জনগণের মন কেড়েনিয়েছে।বাকেরগঞ্জবাসীর সুধীজনদেরমতে সুষ্ঠু ভোটহলে ডা: শাহারিয়ার জনগণের ভোটে এমপি হবেন।বর্তমান এমপি জনবিচ্ছিন্ন ও নানা দূর্নীতির অভিযোগে অভিযুক্ত তাই বরিশাল – ৬ এ চমক হতে পারে ডা: শাহারিয়ার
সংবাদ শিরোনাম ::