
নিজস্ব প্রতিবেদক :- সামাজিক সংগঠন বর্ণ সংঘের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্টিত হয়। গতকাল ১৭মে শুক্রবার কদম মোবারক মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চ বিদ্যালয় সেন্টারে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় সম্পন্ন হয়।মেধা বৃত্তি পরীক্ষা উপ-কমিটির আহ্বায়ক উত্তম কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কান্তি ধর,শিক্ষা বিষয়ক সম্পাদক তপন কান্তি নাথ(তপু),বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক দয়াল সামন্ত,বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক শিবু দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক পুলক ভট্টাচার্য্য,বাগীশিক চকবাজার থানা সংসদের প্রধান উপদেষ্টা ডাঃ স্বপন চৌধুরী, উপদেষ্টা পিন্টু শীল,পৃষ্টপোষক উত্তম কুমার দাশ,বাগীশিক চান্দগাঁও থানার সভাপতি সহ-প্রতি ঋত্বিক সুমন চৌধুরী,বর্ণ সংঘের প্রধান পৃষ্ঠপোষক সুপন সিকদার, উপদেষ্টা উত্তম বিশ্বাংগ্রী,উপদেষ্টা রতন হালদার।মেধা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ডাঃ অপূর্ব ধর ও পরীক্ষা সচিব সুমন দাশ এর পরিচালনায় তিন বিভাগে প্রায় ১৫০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন বর্ণ সংঘের সভাপতি দীপংকর সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, সহ-সভাপতি বিকাশ কুমার নম,অর্থ সম্পাদক অরুপ গুপ্ত, শান্তজিৎ ঘোষ, সদস্য তন্ময় সাহা,তুর্জয় দাশ।পরীক্ষায় পর্যবেক্ষক ছিলেন বীণা সেন,টিটু কান্তি দাশ,ঋতু দত্ত,ডাঃ কিশোর কুমার দত্ত,নিঝুম চৌধুরী ঈশা,রাজশ্রী ভৌমিক। মেধা বৃত্তি পরীক্ষায় উপস্থিত সকল অতিথিবৃন্দ পরীক্ষা হল পরিদর্শন করেন এবং সুষ্ট ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।