রাজবাড়ি প্রতিনিধি,রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি হলেন সুমন বিশ্বাস।
বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহমেদ পারভেজ স্বাক্ষরিত এক চিঠিতে এই ইউনিয়নের নতুন কমিটির ঘোষণা করা হয়।
চিঠিতে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটিতে অন্য যারা পদ পেয়েছেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ সভাপতি মুকুল বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক রনি আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।