
খান মেহেদী :- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামের গৃহহীন দিনমজুর মোঃ মুজিবুর হাওলাদার কে বসতঘর নির্মাণে গর্বের বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়ন শাখা কমিটি টিন দিয়ে সহযোগিতা করেছেন।
উল্লেখ দিনমজুর মোঃ মুজিবুর হাওলাদার অনেক কষ্ট ও ঋণ করে ৪ শতাংশ জমি ক্রয় করে, এলাকাবাসীর সহযোগিতায় বাশ এবং পলিথিন দিয়ে ছোট ছোট শিশু সন্তান সহ পরিবারপরিজন নিয়ে কোনো রকমের একটা ছাপরা ঘর তৈরি করেন।
পরবর্তীতে দিনমজুর মোঃ মুজিবুর হাওলাদার গর্বের বাকেরগঞ্জের মানবিক কার্যক্রমের সংবাদ জানতে পেরে, সংগঠনের গারুড়িয়া ইউনিয়ন শাখার সাথে যোগাযোগ করলে, উক্ত ইউনিয়ন শাখা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ দিনমজুর মোঃ মুজিবুর হাওলাদারের জন্য বসতঘর নির্মাণের সহযোগিতা করেন।