
স্টাফ রিপোর্টারঃ- বাকেরগঞ্জ উপজেলার ৮নং নলুয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারিভাবে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অসহায়দের মধ্যে এসব চাল তুলে দেন বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব: আব্দুল হাফিজ মল্লিক। চাল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাফিজ মল্লিক বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমাদের এই এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এই নলুয়া ইউনিয়নটি একটি দ্বীপ এলাকা। বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করে মৎস্য ও কৃষির ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষ পুনর্বাসিত না হয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা রয়েছি। এছাড়াও তিনি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, রাস্তা ঘাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল বলেন, ঘুর্নিঝড় রেমালে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেয়া হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিন বঙ্গের ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত রয়েছেন। তিনি ক্ষতিগ্রস্থ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। ঘরবাড়ি ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনেরও ব্যবস্থা করবেন। পৃথক অনুষ্ঠানের ঘূর্ণিঝড় কবলিত এলাকা ৭নং কবাই ইউনিয়নে রেমালে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, রাস্তাঘাট পরিদর্শন করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম মল্লিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ স ম ফিরোজ আলম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।