নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পান্ডব পায়রা, কারখানা, তুলা তলা শিয়াল গুলি ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে।
১৬ আগস্ট সোমবার ও ১৭ আগস্ট মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে উপজেলার কারখানা, তেঁতুলিয়া, পান্ডব, পায়রা, তুলা তলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ২৩ কেজি ইলিশ মাছ, ১ নৌকা ও ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আটকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচ লেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা ও বাকি ৮ জনকে ১৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,আটক হওয়ার ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচ লেখা রেখে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে, বাকিদের ১৭ দিন করে কারা দণ্ড দেওয়া হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল ও সহকারী কমিশনার ভূমি সানজিদা রিক্তা এছাড়া জব্দকৃত মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও এতিমখানায় দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। আটককৃতরা হলো রাকিব (২৫),পিতা: জাফর বেগ, মোশারেফ(৩৫), রকমান ফকির, শাহিন হাওলাদার (৪০),পিতা: মৃত. মজিদ হাওলাদার, মো: আল আমিন (৩৫), পিতা: আমজেদ হাওলাদার, আউয়াল হাওলাদার (৩৫),পিতা: মৃত. খালেক হাওলাদার, মিন্টু (১৬)
পিতা: খায়রুল বসার, হানিফ (৪০),এনামুল ডাকুয়া (৩৫), পিতা: তোতা মিয়া, খোকন হাওলাদার (৩৫),পিতা: সেকান্দার হাওলাদার
কলেসকাঠী ইউনিয়নের শাদিস গ্রামের জসিম, পিতা: জয়নাল হাওলাদার, মন্টু রায়, পিতা: মুকুন্দ রায়, এবং লক্ষন দাস, পিতা: সদানন্দ দাস।