
জাহিদুল ইসলাম:- বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সোমবার ৪ই ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিকতা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, থানা অফিসার তদন্ত মোস্তফা, আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস সিবু, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও গারুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, অধ্যাপক বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা তথ্য অফিসার মেহবুবা আক্তার, কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল অহিদ মুন্না, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের অধ্যাক্ষ ও প্রধান শিক্ষকরা, সভায় আসন্ন মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্য ব্যপক প্রস্তুতি নিতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।