
জাহিদুল ইসলাম:- বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল মোহনার ১৪তম বর্ষপূতি উপলক্ষে বাকেরগঞ্জে উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন আল-আমিনের উদ্যোগে দর্শক ফোরামের ব্যানারে এক জমকালো উৎসবের আয়োজন করা হয়। ১১ই নভেম্বর শনিবার সকাল ১০ টায় বাসস্ট্যান্ড সংলগ্ন এল এফ জি রেষ্টুরেন্টে। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এডিশোনাল পুলিশ সুপার বাকেরগঞ্জ (সার্কেল) ফরহাদ সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, প্রেসক্লাব সভাপতি আল-আমিন মিরাজ, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, সিনিয়র সাংবাদিক জাকির জোমাদ্দার, গোলাম মোস্তফা, খলিলুর রহমান, রিপোর্টার ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, মফস্বলের মাসুদ সিকদার, সাংবাদিক ক্লাবের সভাপতি জুয়েল তালুকদার, মানব জমিনের শামীম আহমেদ, সাংবাদিক জাহিদুল ইসলাম, রিয়াজ শরিফ, রিয়াজুল ইসলাম, মাহফুজ, উত্তম দাস, তুহিন সিকদার, মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকরা, অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেন রিয়াজ শরিফ। অনুষ্ঠানে কেক কেটে ১৪তম বর্ষপূর্তী উদযাপনের পাশাপাশি বক্তারা মোহনা টিভির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালকের রুহের মাগফেরাত কামনা করেন এবং বর্তমান চেয়ারম্যান জনাব কামাল হোসেন মজুমদার এমপি সুস্বাস্থ্য কামনা করেন এবং মোহনা টেলিভিশনের কলাকৌশলী ও প্রতিনিধিদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক দেশের কল্যানে সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে তথ্য উদঘাটন করে চলছে। চারদিকে প্রতিহিংসা হানাহানি সন্দেহ অবিশ্বাসের মধ্যে সাধারণ মানুষের আস্থার স্থল সাংবাদিকদের সচেতনতার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। একই সাথে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। এ বিষয় মোহনা টিভি অনেক অবধান রেখে এগিয়ে যাচ্ছে। মোহনা টিভির বস্তুনিষ্ঠ নিউজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এরা নিঃসন্দেহে আরো অনেক দুর এগিয়ে যাবে।