নিজস্ব প্রতিবেদক :- “শেখ রাসেল দ্বীপ্তিময় নির্ভিক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস -২০২৩ পালিত হয়েছে। অদ্য ১৮ই অক্টোবর বুধবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নেতৃত্ব বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে র্যালী পরবর্তী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও হল রুমে আলোচনা সভা ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান সরাসরি উপভোগ করা হয়। সভা শেষ ইতিপূর্বে এ উপলক্ষে শিশু কিশোরদের অংশ গ্রহনে ছড়া, কবিতা আবৃত্তি ও চিত্র অংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা রিকতা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র ও অধ্যাপক শহিদুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা সুনীল কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা,সমবায় কর্মকর্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আই সিটি অধিদপ্তর আসমা আক্তার মারিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, থানা পুলিশের এস আই মিজানুর রহমান, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম,আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি,মোহনা টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বাংলা টিভির এস এম পলাশ সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা। এ সময় শেখ রাসেলর বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।
সংবাদ শিরোনাম ::