
স্টাফ রিপোর্টারঃ- বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল গতকাল সোমবার সকাল ১১ টার সময় উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ ফরিদুজ্জামান খান সহ শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, কর্মচারীগণ। উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিসহ কয়েকটি শ্রেণি কক্ষে উপস্থিত ছাত্র ছাত্রীদের সাথে দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, সরকারের উন্নয়ন, সাফল্য নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি বলেন,পড়ালেখার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহনে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালোভাবে পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে হবে। তোমাদেরকে কেউ যেন বোঝা মনে না করে। তোমাদেরকে সম্পদ হয়ে গড়ে উঠতে হবে। সমাজ, দেশ, জাতি তোমাদের দিকে তীর্থের কাকের ন্যায় চেয়ে আছেন। সোনার বাংলা গড়তে সোনার মানুষের বিশেষ প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুজ্জামান খান বলেন, ইউএনও মহোদয় ১১ টার সময় বিদ্যালয়ে উপস্থিত হয়ে কয়েকটি শ্রেণি কক্ষে গিয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাথে বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, সরকারের উন্নয়ন, সাফল্য নিয়ে আলোচনা করেছেন। শিক্ষার্থীরাও বিষয়টি ভালোভাবে গ্রহন করেছে।