ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব কায়দায় প্রতারনায় গ্রেফতার আজিজ মোল্লা “প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি বাকেরগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা,আহত-২ থানায় মামলা দায়ের দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নাঙ্গলমোড়ায় যেন অশুভ শক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে : সালাউদ্দীন আলী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির-এটিএম জাহেদ চৌধুরী সাংবাদিক মেহেদী হাসানের উপর বখাটে দুস্কৃতি কারীদের হামলা দেশে নমরুদের জমানা শেষ, যারা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার দিন শেষ দিন দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দখল। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা ভাষা সৈনিক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম বদিউল আলম চৌধুরী

বাড্ডায় অবৈধ বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ জাতীয় পার্টির নেতাসহ ৫ জন’কে গ্রেফতার করছে বাড্ডা থানা পুলিশ

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৫:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৯৪৭ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে বাড্ডা থানায়  সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম নিজ থানাধীন এলাকা অবৈধ অস্ত্রধারী,অবৈধ হামলাকারী,পরিকল্পনাকারী,ইফটিজিং,ছুরিছিনতাই,মাদকসেবন কিশোর গ্যাং নিয়ন্ত্রনে প্রতিনিয়ত কাজ করছে বাড্ডা  থানা পুলিশ।

তারাই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ ইং রাত অনুমান ১২ ঘটিকার সময় বাড্ডা থানার অফিসার ইনচার্জ  মোঃআবদুল কাইউম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই/সাইফুল ইসলাম ভুইয়া সঙ্গীয় অফিসারদের সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসীঅস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে অবস্থানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টস্থ রোডনং , প্লট নং শতাব্দী এন্টারপ্রাইজ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাড্ডা থানাধীন এলাকার শীর্ষসন্ত্রাসী,মোঃ বশির (৩৩)মোঃ নুর আলম অনি (৩০)মোঃ সুমন টেলি সুমন (৩৬)এস এম আমিনুল হক সেলিম (৫১)মোঃমনোয়ার হোসন বাবু (৩৪)ঢাকাদেরকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃত নং আসামী মোঃ বশির(৩৩) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত সাদা পায়জামার সামনের ডান পকেট হতেউপরোক্ত ০১(একটি) সিলভার কালচে রংয়ের বিদেশী পিস্তল। ধৃত নং আসামী মোঃ নুর আলম অনি(৩০) এর দেহ তল্লাশীকরিয়া তাহার পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে উপরোক্ত ০১(এক) টি ম্যাগাজিন এবং ০২(দুই) রাউন্ড তাজা গুলি,যাহা ম্যাগাজিনে লোডেড অবস্থায় ছিলউপরোক্ত আলামত সমূহ আসামীদের নিজ নিজ হাতে বাহির করিয়াদেওয়া মতে পাইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ হেফাজতে নেন ১৮৭৮ সালের অস্ত্র আইনের তাদেরবিরুদ্ধে মামলা রুজু করা হয়

এই বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ বলেন,মোঃ আবদুল কাইউম) বলেন,আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতেপারিযে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টস্থ অবস্থান করছেনতারাই সূত্র ধরে বাড্ডা থানার একটি চৌকস ট্রিম উক্ত ঘটনারস্থল থেকে অস্ত্রসহ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষমহয়েছে তিনি আরো বলেন আমি যতদিন এই থানায় আছি আমার থানাধীন এলাকায় কোনো রকম অপরাধ,অনিয়ম করলেকেউ আইনের ঊর্ধ্বে নয়,আইনের ব্যত্যয় ঘটালেই তাকে আইনের আওতা আসতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব কায়দায় প্রতারনায় গ্রেফতার আজিজ মোল্লা

বাড্ডায় অবৈধ বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ জাতীয় পার্টির নেতাসহ ৫ জন’কে গ্রেফতার করছে বাড্ডা থানা পুলিশ

আপডেট সময় : ০৫:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সাম্প্রতিক সময়ে বাড্ডা থানায়  সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম নিজ থানাধীন এলাকা অবৈধ অস্ত্রধারী,অবৈধ হামলাকারী,পরিকল্পনাকারী,ইফটিজিং,ছুরিছিনতাই,মাদকসেবন কিশোর গ্যাং নিয়ন্ত্রনে প্রতিনিয়ত কাজ করছে বাড্ডা  থানা পুলিশ।

তারাই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ ইং রাত অনুমান ১২ ঘটিকার সময় বাড্ডা থানার অফিসার ইনচার্জ  মোঃআবদুল কাইউম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই/সাইফুল ইসলাম ভুইয়া সঙ্গীয় অফিসারদের সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসীঅস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে অবস্থানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টস্থ রোডনং , প্লট নং শতাব্দী এন্টারপ্রাইজ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাড্ডা থানাধীন এলাকার শীর্ষসন্ত্রাসী,মোঃ বশির (৩৩)মোঃ নুর আলম অনি (৩০)মোঃ সুমন টেলি সুমন (৩৬)এস এম আমিনুল হক সেলিম (৫১)মোঃমনোয়ার হোসন বাবু (৩৪)ঢাকাদেরকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃত নং আসামী মোঃ বশির(৩৩) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত সাদা পায়জামার সামনের ডান পকেট হতেউপরোক্ত ০১(একটি) সিলভার কালচে রংয়ের বিদেশী পিস্তল। ধৃত নং আসামী মোঃ নুর আলম অনি(৩০) এর দেহ তল্লাশীকরিয়া তাহার পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে উপরোক্ত ০১(এক) টি ম্যাগাজিন এবং ০২(দুই) রাউন্ড তাজা গুলি,যাহা ম্যাগাজিনে লোডেড অবস্থায় ছিলউপরোক্ত আলামত সমূহ আসামীদের নিজ নিজ হাতে বাহির করিয়াদেওয়া মতে পাইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ হেফাজতে নেন ১৮৭৮ সালের অস্ত্র আইনের তাদেরবিরুদ্ধে মামলা রুজু করা হয়

এই বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ বলেন,মোঃ আবদুল কাইউম) বলেন,আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতেপারিযে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টস্থ অবস্থান করছেনতারাই সূত্র ধরে বাড্ডা থানার একটি চৌকস ট্রিম উক্ত ঘটনারস্থল থেকে অস্ত্রসহ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষমহয়েছে তিনি আরো বলেন আমি যতদিন এই থানায় আছি আমার থানাধীন এলাকায় কোনো রকম অপরাধ,অনিয়ম করলেকেউ আইনের ঊর্ধ্বে নয়,আইনের ব্যত্যয় ঘটালেই তাকে আইনের আওতা আসতে হবে।