দ্বীন ইসলামঃগৌরনদী পৌরসভা উপ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গৌরনদীর রাজনীতির মাঠ সরগরম। এর মাঝেই বিএনপি নেতা আবুল প্যাদার বাড়িতে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুলের গোপন মিটিং এর ভিডিও ফুটেজ ফাঁস হওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
জানা যায় যে, উপজেলা বিএনপির আহবায়ক আবুল প্যাদার বাড়িতে সাবেক জাতীয় পার্টি ও বর্তমান বিএনপি নেতা আলাউদ্দীন ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল মিলে আসন্ন গৌরনদী পৌরসভা উপ নির্বাচন নিয়ে গোপন মিটিং করেন তারা।
বিএনপি প্রকাশ্যে নির্বাচন বয়কট করলেও এভাবে ডামি প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছে বলে সন্দেহ করলেও গৌরনদী পৌরসভা উপ নির্বাচনের এই ঘটনা থেকে তা স্পষ্ট হয়।