পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে জেলার রায়পুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় রায়পুর বাসস্ট্যান্ড শামছুল হক চেয়ারম্যান বাড়ি সড়কে রায়পুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
সমাবেশে রায়পুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাস এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, রায়পুর পৌর বিএনপির সাঃ সম্পাদক আব্দুজ জাহের, রায়পুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান সেলিম, সুমন, জাকির হোসেন, ছাত্রদল নেতা সুজন পাটোয়ারী, মেহেদী আইনান প্রমূখ। সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
পরে সংক্ষিপ্ত ভাষনে শফিকুল আলম আলমাস – বিএনপি পেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানির মুক্তি দাবী করে, নেতা-কর্মীদের শান্ত থেকে ধৈর্য ধারন করার আহবান জানান। পরবর্তী কর্মসূচীতে নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহবান রেখে তিনি সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।