ফেনীর দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় ২৬ আগষ্ট শনিবার থানার বিশেষ অভিযান টিম কতৃক ১১ টি সিআর সাজা ( পরোয়ানাভূক্ত ২১ বছর যাবৎ আত্নগোপনে থাকা আসামী কামাল উদ্দিন (৬০) সহ নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারক চক্রের আসামীসহ ৫ জনকে গ্রেফতার করে দাগনভূঞা থানার পুলিশ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন বলেন, ২১ বছর পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি কামাল উদ্দিন( ৬০) পিতা মৃত বদলের রহমান, ইয়াকুবপুর আরেকজন সিআর ১৫৫/১৫ এর পরোয়ানাভূক্ত আসামী সাইদুল হক (৫০), পিতা-আজিজুল হক, মাছিমপুর, দাগনভূঞা ও নকল স্বনের বার দেখিয়ে প্রতারক চক্রের আসামী সাইফুল ইসলাম (৩২), মোহাম্মদ মিলন (৩২) ও রাশেদা আক্তার (২৭) পিতা ইলিয়াস সওদাগর, মাইটভাঙ্গা, সন্দ্বীপ থানা, জেলা- চট্টগ্রামদের ১ টি নকল স্বণের বার প্রতারনার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা সহ গ্রেফতার করে।