বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বিরামপুরে অবৈধভাবে বসানো ফিক্সড ইঞ্জিন ও অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার বিনাইল ইউনিয়নের করমপুর খাড়ি থেকে এই জাল গুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন, উপজেলা মৎস্য অফিসার কাওসার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার কাওসার হোসেন বলেন, উজানে পানি প্রবাহে বাধা, কৃষি জমি প্লাবিত এমন গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় জালগুলো জব্দ করা হয়। আজ সকালে জব্দ করা জালগুলো আগুণে পুড়ানো হয়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।