নিজস্ব প্রতিবেদক :- ১লা অক্টোবর ২০২৩ ইং রোজ রবিবার রাত ০৮ ঘটিকায় বালুচর নতুন বাজার মরহুম শেখ মনির উদ্দিন মার্কেট ২য় তলা সংস্থার কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে সাধারন কার্যকরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফয়েজ আহমেদ এর সঞ্চালনায়,
পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক মাছুমুর রহমান। সভায় সভাপতিত্ব করেন মোঃ ইসহাক মিয়া,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী
শেখ মোঃ বশির উদ্দিন।
সভায় বক্তারা – এলাকার উন্নয়ন মূলক কাজ ও গরীব দুঃখী অসহায় মেহনতী মানুষদের সাহায্য সহযোগিতা করার বিষয় নিয়ে, ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন, ও মরহুম শেখ মনির উদ্দিন চেয়ারম্যান রোর্ডের নাম ফলক যে’বা যারা ভেঙ্গেছে অনতিবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। ও সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম শেখ মনির উদ্দিন চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত রাখেন। এসময়ে উপস্থিত ছিলেন – সংস্থার সিনিয়র সহ সভাপতি এডভোকেট মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফ জামান, ইসাখ মিয়া, মোঃ কোমর উদ্দিন খান-টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি। মোঃ আতাউর চৌধুরী, সিরাজুল ইসলাম, মোঃ হেলু মিয়া- আহ্বায়ক আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থা। ফজলু মিয়া, সাবু মিয়া, শামীম মিয়া, আব্দুর রহিম, সাংবাদিক বদরুর রহমান বাবর, সৈয়দ জয়নাল আবেদীন আবেদ। এনামুল হক শামীম, মঈন মিয়া, আছলাম মিয়া, রিয়াজ মিয়া, মালজার মিয়া ,জালাল মিয়া,মখলিস মিয়া, জাহাঙ্গীর মিয়া, আজাদ মিয়া, বকুল মিয়া,মোঃ নুরুজ্জামান ,মোঃ শহিদুল ইসলাম, মোঃ দুলু মিয়া, মোঃ কামাল মিয়া , প্রমুখ।