মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:-
কোটা সংস্কার আন্দোলনে নওগাঁর সদর উপজেলার নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন জামায়তে ইসলামী বাংলাদেশ।
সোমবার (১২ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়তে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দুই পরিবারকে মোট দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগন্জ পৌর মেয়র অধ্যাপক নজরুল ইসলাম,নওগাঁ পূর্ব জেলা আমীর খ,ম আব্দুর রাকিব,নায়েবে আমীর ও অধ্যাপক মাওলানা মহিউদ্দীন, সেক্রেটারী জেনারেল ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ,স,ম সায়েম,কর্ম পরিষদ সদস্য শিহাব উদ্দীন,নওগাঁ সদর উপজেলা আমীর মাও: মোনায়েম হোসেন নওগাঁ পৌর আমীর মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়,কোটা সংস্কার আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকার মিরপুর-২ এ গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেধাবী শিক্ষার্থী মাহাঢুজ আলম ওরফে শ্রাবণ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের এইচএসসিতে মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা মিরপুর -১ এ পলবি থানার রুপনগর সেক্টেরের রিনেটা মেডিসিন কোম্পানীতে চাকুরী করতেন। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মধ্য পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।
এছাড়া গত ৫ আগস্ট ঢাকার বাইপেল এলাকায় বিপ্লব মন্ডল নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত বিপ্লব মন্ডল নওগাঁর সদর উপজেলার শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। বিপ্লব মন্ডল ঢাকা বাইপেল এলাকায় একটি সেলুনে কাজ করতেন। তার পাঁচ বছরের একটি মেয়ে মাদ্রাসায় পড়াশুনা করতেছে । বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দায়িত্ব নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।