গোসাইরহাট(শরীতপুর) প্রতিনিধি:- শরীয়তপুর গোসাইরহাট পৌরসভার গো – হাটে বাজারের এক গরু ব্যবসায়ী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি উপজেলার কোদালপুর ইউনিয়নের মিছিরআলি মোল্লাপাড়া গ্রামের মোস্তফা মাদবরের ছেলে ফয়সাল মাদবর (৪০)। তিনি নিয়মিত গরু ব্যবসায়ী বলে জানা যায়।
গত ২২ সেপ্টেম্বর শুক্রবার নিজ ব্যবসার কাজে কোদালপুরের নিজ বাড়ি থেকে কটলার যোগে গোসাইরহাটে গরু বেচাকেনা করার উদ্দেশে রওনা হয়ে আর ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে গোসাইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর রোববার নিখোঁজের স্ত্রী সোনিয়া বেগম ( ৩৫) জিডি করেন।
গোসাইরহাট থানার পুলিশ উপ পরিদর্শক মামুন এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় সর্বশেষ লোকেশনের সুত্র ধরে তদন্ত অব্যাহত আছে।