নিজস্ব প্রতিবেদক :- ভরপাশা ইউনিয়ন বাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ভরপাশা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। দূর্গা পূজার সবার মধ্যে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান মেয়র। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরো বলেন, বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন তিনি।
তিনি সকল পূজারী, দর্শনার্থী সকলকে সরকারী স্বাস্থ্যবীধি মেনে দূর্গা পূজার উৎসব করার আহব্বান জানান। পূজা উৎসব করতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধে রাখেন। আইন শৃঙ্খলা বজায় রেখে ধর্ম বর্ন নির্বিশেষে সবাই শারদীয় দূর্গা উৎসব করবে তিনি এই কামনা করেন। পরিশেষে উপজেলাবাসীকে দূর্গোউৎসবের শুভেচ্ছা ও সকলের সুস্থতা কামনা করেন।