
মনিরুজ্জামান, জুলেটঃকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন নির্যাতনের শিকার এক শিশুর ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসান।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হওয়া ওই গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গেলে ভিডিও ধারণে বাধা দেন ডা. আবু জাফর সানি নামে এক চিকিৎসক। এ সময় রিপোর্টার তাকে অনুরোধ করলেও তাতে বাধা দেন ডা. আবু জাফর মো. সালেহী ও তার লোকজন।
পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে লাঞ্ছিত করে হাসপাতাল থেকে বের করে দেন।
এ বিষয়ে কথা বলতে হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকীকে ফোন করা হলে তিনি প্রথমে ঘটনা শুনে সরকারি অনুষ্ঠানে আছেন বলে ফোন কেটে দেন। পরে দুপুর ১২টা ২০ মিনিটে ফোন করে জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।