সৌদি আরবে লোক পাঠানোর নামে দীর্ঘদিন ধরে ভুয়া ভিসার মাধ্যমে প্রতারণা করে শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে মাসুদ ও আফজাল নামে দুই প্রতারক চক্রের বিরুদ্ধে। প্রতারক চক্রের মূল হোতা মাসুদের গ্রামের বাড়ি নরসিংদী আব্দুল আউয়ালের ছেলে, পাসপোর্ট নং EJ০৭৬৩৪৬২ অন্য আরেক প্রতারক আফজালের গ্রামের বাড়ি বরিশাল বাকেরগঞ্জে।
অভিযোগ সূত্রে জানা যায়,প্রতারক চক্র সৌদি আরব থেকে বাংলাদেশের মানুষের কাছে ভালো সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুয়া ভিসা বিক্রি করে লোকগুলোকে সৌদি আরব নিয়ে পথে ছেড়ে দেয়। আকামা না দেয়া এবং কোন প্রকার খোঁজ-খবর না নেয়া সহ প্রতিনিয়তই এই চক্রটির মাধ্যমে সৌদি গিয়ে অসহায় এবং মানবতার জীবনযাপন করছে অনেকেই।
এই দালাল চক্রের প্রতারণার শিকার ভুক্তভোগী আলাউদ্দিন বলেন, তাকে ভালো কাজ ও আকামা দেয়ার কথা বলে তার কাছ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তাকে কাজ বা আকামা দুইটার কোনটাই দেয়া হয়নি আলাউদ্দিন এর পাসপোর্ট নম্বর A01149246, আলাউদ্দিনের মত এই চক্রের প্রতারণার শিকার মো: হাবিবুর রহমান,পাসপোর্ট নম্বর:A02171125, মো:মুনজুরুল ইসলাম পাসপোর্ট নম্বর: A02171420, রিদয় মীর, পাসপোর্ট নম্বর : A05347187, মো: রাসেল আহমেদ,পাসপোর্ট নম্বর: B00380420 সহ প্রায় শতাধিক মানুষ এই প্রতারক চক্রের দ্বারা প্রতারিত হয়েছে। তাই ভবিষ্যতে অন্য কেউ যেন এই চক্রের মাধ্যমে প্রতারিত না হয়।সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রতি এই প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে সকল ভুক্তভোগী ও তাদের পরিবার।