
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভূমিদস্যু আক্তার হোসেনের বিরুদ্ধে এবার সরাসরি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। দীর্ঘদিন ধরে জমি দখল, জালিয়াতি, মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা এই সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসন, ভূমি অফিস ও পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রকাশ্যে গ্রেফতারের দাবি, না হলে গণবিক্ষোভের হুঁশিয়ারি ভুক্তভোগী ও স্থানীয়রা বলেছেন, আক্তারকে দ্রুত গ্রেফতার না করলে বৃহৎ গণআন্দোলন গড়ে তোলা হবে।একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন,তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, মামলা ও তদন্ত চললেও প্রশাসন রহস্যজনকভাবে নিষ্ক্রিয়।ফলে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং নিরপরাধ মানুষদের হয়রানি করছে।
দীর্ঘভূমি গ্রামের অসহায় এক বৃদ্ধা, যিনি নিজের জমি বাঁচানোর জন্য বছরের পর বছর লড়াই করছেন বলেন,
আক্তার শুধু আমার নয়, বহু মানুষের জমি দখল করেছে। আমরা ন্যায়বিচার চাই। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী নিজেরাই তার বিচার করবে।
সাবেক জনপ্রতিনিধি আলী আকবর চেয়ারম্যান বলেন,
আমি নিজেও তার প্রতারণার শিকার হয়েছি। এত অভিযোগ থাকার পরও সে কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়? প্রশাসনের উচিত এখনই তাকে গ্রেফতার করা।
ভুক্তভোগী আনোয়ার হোসেন আনু সর্দার জানান,
আক্তারের বিরুদ্ধে ৪০টির বেশি মামলা চললেও, সে এখনো বুক ফুলিয়ে ঘুরছে।আমাদের প্রশ্ন— প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না?কেন আক্তার এখনো গ্রেফতার হয়নি? প্রশ্ন জনসাধারণের
সরেজমিন তদন্তে জানা গেছে,আক্তার নিজেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার কথা বলে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করে।ফলে তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
এলাকাবাসীর অভিযোগ,ভূমিদস্যু আক্তারের বিরুদ্ধে এত অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট করে দিয়েছে ।
তার অপরাধের প্রমাণ হাতে, এখনই ব্যবস্থা নিন ।ভুক্তভোগীরা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন, ভূমিদস্যু আক্তারকে দ্রুত গ্রেফতার করে তার সকল অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হোক সেই সঙ্গে, তার অপরাধী চক্রের সদস্যদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
অবিলম্বে গ্রেফতার না হলে কঠোর আন্দোলন এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন যদি দ্রুত ভূমিদস্যু আক্তারকে গ্রেফতার না করা হয়, তাহলে আমরা সড়কে নেমে বৃহৎ গণবিক্ষোভ করবো। প্রশাসন কোনো অজুহাত দিয়ে পার পাবে না। আক্তারকে প্রকাশ্যে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতেই হবে।
মিডিয়ার লোক এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে অবিলম্বে আক্তারকে গ্রেফতার করুন, নইলে জনগণই তার বিচার করবে।
এই বিষয়ে তার সাথে একাধিকবার তার ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।