ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে অবৈধ স্থাপনা বন্ধ করলেন প্রশাসন বরিশালে ক্ষমতার প্রভাব খাটিয়ে আরিফ ফিলিং ষ্টেশন দখল করে ব্যবসা ঘুষ ও নানা অনিয়মের অভিযোগে বাকেরগঞ্জ থানার বিতর্কিত ওসি সফিকুলের বদলি দুদক এনফোর্সমেন্ট ইউনিট একদিনে ৩ অভিযান কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশ: সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখুন বরিশালে আ.লীগ কর্মীর স্ত্রী স্কুল সভাপতি! সংবর্ধনা দিল প্রধান শিক্ষক !! চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ বরিশালে প্রশাসন ম্যানেজ করে আবাসিক হোটেলে জমজমাট দেহ ব্যবসা মুক্ত গণমাধ্যম মঞ্চের নির্বাহী কমিটির সভাপতি শিমুল পারভেজ, সাধারণ সম্পাদক, আব্দুর রহিম, মুখপাত্র আবদুল্লাহ মজুমদার

ভূয়া পুলিশ পরিচয়ে অপহরন চক্রের মূলহোতা রিয়াদুল’কে আটক করছে পিবিআই

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৮:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৪০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে ভূয়া পুলিশ পরিচয়ে অপহরন পূর্বক বিকাশ দোকানদারকে টার্গেট করে সবোর্স লুটে নেয় এমন একজন চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা।

গত ইং ৫ ফেব্রুয়ারি ২০২০ ইং রাত ৮.ঘটিকার সময় ঢাকা জেলা নবাবগঞ্জ থানাধীন বাগমারা বাজারস্থ ইউসিবি এজেন্ট ব্যাংকের সামনে অত্র মামলার বাদীকে একাকি পাইয়া অজ্ঞাতনামা ০৪ (চার) জন আসামী নিজেদেরকে পুলিশের লোক পরিচয় দিয়া বাদীকে জোর পূর্বক সাদা রংয়ের একটি নম্বর বিহীন প্রোবক্স গাড়ীতে উঠাইয়া গামছা দ্বারা বাদীর চোখ বাধিয়া ফেলে এবং রশি দ্বারা বাদীর হাত বাধা সহ বাদীকে পিছমোড়া করিয়া বাধিয়া এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া গাড়ীর ভিতর ফেলিয়া রাখিয়া অনুমান ৫ মিনিট গাড়ীটি চালানোর পর বাদীকে নবাবগঞ্জ থানায় নিয়া যাইবে মর্মে গাড়ীটি ব্রেক করিয়া নবাবগঞ্জ থানাধীন চৌরাঙ্গীর মোড়ে আসিয়া যন্ত্রাইলের রাস্তা দিয়া যাইতে থাকে।

গাড়ীটি চলন্ত অবস্থায় অজ্ঞাতনামা আসামীরা বাদীর চোখ বাধা অবস্থায় বাদীর নিকট থাকা নগদ ১,৫০,০০০/- টাকা, বাদীর ব্যবহৃত একটি স্মার্ট Lenevo মোবাইল ফোন, যাহার সিম নং- ০১৮৬৬-৬৬৯৯৯৩ ও একটি বাটন Nokia-105 মোবাইল ফোন, যাহার সিম নং- ০১৯২০-২১০৬০৯,বাদীর ডান হাতে থাকা একটি স্বর্নের আংটি এবং বিভিন্ন সিমের রিচার্জ কার্ডের সর্বমোট ১,৫০,০০০/- টাকা নিয়া যায় এবং গাড়ী চলন্ত অবস্থায় আসামীরা বাদীকে মারপিট করিতে করিতে গাজীপুরে গার্লস ক্লাবের সামনে নিয়া হাত-পা বাধা অবস্থায় নির্যন স্থানে ফেলিয়া রাখিয়া আসামীরা চলিয়া যায়। উপরোক্ত গ্রেফতারকৃত আসামী সূত্রে বর্নিত মামলার ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত মর্মে এযাবৎকালে তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে নিশ্চিত হওয়া গিয়াছে।

উপরোক্ত গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। আসামী মোঃ রিয়াদুল ইসলাম লায়েক তাহার দলিয় অপরাপর সদস্যদের নিয়া নিজেদেরকে পুলিশ পরিচয়ে সময় সুযোগ মতো বিভিন্ন নিরীহ লোকজনদেরকে কৌশলে গাড়ীতে উঠাইয়া মারপিট করতঃ অস্ত্রের মুখে জিম্মি করিয়া লোকজনদের সর্বস্ব লুন্ঠন করিয়া নিত বলিয়া গোপনীয় তদন্তে এবং আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যাইতেছে। উল্লেখ্য যে, চুরি যাওয়া smart Lenevo মোবাইলটি আসামি লায়েক যে মোবাইল দোকানে সার্ভিসিং এর জন্য দিয়েছিলো, সেই দোকানদার ইমনের মাধ্যমে ফোনটি উদ্ধার করা হয়।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার এর সঠিক দিক নির্দেশনায় এবং পিবিআই,ঢাকা জেলার পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই বিশ্বজিৎ বিশ্বাস এর নেতৃত্বে এসআই ইমরান আহম্মেদ, এসআই শহীদুল ইসলাম, এএসআই জসীমউদ্দিন মোল্লা অভিযান পরিচালনা করে অত্র মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি মাগুরা জেলার বগিয়া পাইকেল দূর্গম এলাকা থেকে পিবিআই ঢাকা জেলার চৌকস টিম কর্তৃক প্রতারক মোঃ রিয়াদুল ইসলাম লায়েক (৩৭)কে গ্রেফতার করা হয়েছে ।অদ্য ১২ ফেব্রুয়ারি ২৩ ইং উক্ত আসামি ফৌজদারী কার্যবিধি অনুসারে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।মামলায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে অবৈধ স্থাপনা বন্ধ করলেন প্রশাসন

ভূয়া পুলিশ পরিচয়ে অপহরন চক্রের মূলহোতা রিয়াদুল’কে আটক করছে পিবিআই

আপডেট সময় : ০৮:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে ভূয়া পুলিশ পরিচয়ে অপহরন পূর্বক বিকাশ দোকানদারকে টার্গেট করে সবোর্স লুটে নেয় এমন একজন চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা।

গত ইং ৫ ফেব্রুয়ারি ২০২০ ইং রাত ৮.ঘটিকার সময় ঢাকা জেলা নবাবগঞ্জ থানাধীন বাগমারা বাজারস্থ ইউসিবি এজেন্ট ব্যাংকের সামনে অত্র মামলার বাদীকে একাকি পাইয়া অজ্ঞাতনামা ০৪ (চার) জন আসামী নিজেদেরকে পুলিশের লোক পরিচয় দিয়া বাদীকে জোর পূর্বক সাদা রংয়ের একটি নম্বর বিহীন প্রোবক্স গাড়ীতে উঠাইয়া গামছা দ্বারা বাদীর চোখ বাধিয়া ফেলে এবং রশি দ্বারা বাদীর হাত বাধা সহ বাদীকে পিছমোড়া করিয়া বাধিয়া এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া গাড়ীর ভিতর ফেলিয়া রাখিয়া অনুমান ৫ মিনিট গাড়ীটি চালানোর পর বাদীকে নবাবগঞ্জ থানায় নিয়া যাইবে মর্মে গাড়ীটি ব্রেক করিয়া নবাবগঞ্জ থানাধীন চৌরাঙ্গীর মোড়ে আসিয়া যন্ত্রাইলের রাস্তা দিয়া যাইতে থাকে।

গাড়ীটি চলন্ত অবস্থায় অজ্ঞাতনামা আসামীরা বাদীর চোখ বাধা অবস্থায় বাদীর নিকট থাকা নগদ ১,৫০,০০০/- টাকা, বাদীর ব্যবহৃত একটি স্মার্ট Lenevo মোবাইল ফোন, যাহার সিম নং- ০১৮৬৬-৬৬৯৯৯৩ ও একটি বাটন Nokia-105 মোবাইল ফোন, যাহার সিম নং- ০১৯২০-২১০৬০৯,বাদীর ডান হাতে থাকা একটি স্বর্নের আংটি এবং বিভিন্ন সিমের রিচার্জ কার্ডের সর্বমোট ১,৫০,০০০/- টাকা নিয়া যায় এবং গাড়ী চলন্ত অবস্থায় আসামীরা বাদীকে মারপিট করিতে করিতে গাজীপুরে গার্লস ক্লাবের সামনে নিয়া হাত-পা বাধা অবস্থায় নির্যন স্থানে ফেলিয়া রাখিয়া আসামীরা চলিয়া যায়। উপরোক্ত গ্রেফতারকৃত আসামী সূত্রে বর্নিত মামলার ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত মর্মে এযাবৎকালে তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে নিশ্চিত হওয়া গিয়াছে।

উপরোক্ত গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। আসামী মোঃ রিয়াদুল ইসলাম লায়েক তাহার দলিয় অপরাপর সদস্যদের নিয়া নিজেদেরকে পুলিশ পরিচয়ে সময় সুযোগ মতো বিভিন্ন নিরীহ লোকজনদেরকে কৌশলে গাড়ীতে উঠাইয়া মারপিট করতঃ অস্ত্রের মুখে জিম্মি করিয়া লোকজনদের সর্বস্ব লুন্ঠন করিয়া নিত বলিয়া গোপনীয় তদন্তে এবং আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যাইতেছে। উল্লেখ্য যে, চুরি যাওয়া smart Lenevo মোবাইলটি আসামি লায়েক যে মোবাইল দোকানে সার্ভিসিং এর জন্য দিয়েছিলো, সেই দোকানদার ইমনের মাধ্যমে ফোনটি উদ্ধার করা হয়।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার এর সঠিক দিক নির্দেশনায় এবং পিবিআই,ঢাকা জেলার পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই বিশ্বজিৎ বিশ্বাস এর নেতৃত্বে এসআই ইমরান আহম্মেদ, এসআই শহীদুল ইসলাম, এএসআই জসীমউদ্দিন মোল্লা অভিযান পরিচালনা করে অত্র মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি মাগুরা জেলার বগিয়া পাইকেল দূর্গম এলাকা থেকে পিবিআই ঢাকা জেলার চৌকস টিম কর্তৃক প্রতারক মোঃ রিয়াদুল ইসলাম লায়েক (৩৭)কে গ্রেফতার করা হয়েছে ।অদ্য ১২ ফেব্রুয়ারি ২৩ ইং উক্ত আসামি ফৌজদারী কার্যবিধি অনুসারে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।মামলায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।