ঐতিহ্যবাহী ধর্মীয় ও সমাজ সংস্কারমূলক সুফিবাদি সংগঠন মদিনা ইসলামি মিশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গত ১৪ এপ্রিল ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি দ্বি-বার্ষিক সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা পীরে তরিকত মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীকে চেয়ারম্যান, ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরীকে কো-চেয়ারম্যান, লেখক নূর মুহাম্মদ রানাকে মহাসচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক ডা: নুরুল আবছার খান, মাওলানা নুরুচ্ছফা আলকাদেরী, উদ্যোক্তা মুহাম্মদ ইউসুফ আল মামুন, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী। যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল খালেক আল কাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সংগঠক যিকরু হাবিবীল ওয়াহেদ, মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী। সাংগঠনিক সচিব লেখক এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী। যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ ফোরকান আলকাদেরী, সৈয়দ সালাহউদ্দিন (খোকন)। মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব রাজনীতিক কাজী আহসানুল মুরশেদ কাদেরী, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যাপক মুহাম্মদ ইউনুস হাসান চৌধুরী, অর্থ সচিব মুহাম্মদ সুলতান উদ্দিন বেলাল, আইন সচিব এডভোকেট মীর ফেরদৌস আলম চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠান সচিব পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলাম রসূল নঈমী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ এম ফরিদুল আলম আশরাফী (সৌদি আরব), তরিকত বিষয়ক সচিব মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ মাইজভাণ্ডারী, মসজিদ ও মাজার বিষয়ক সচিব মুহাম্মদ হাসান সিকদার রাজা, মহিলা বিষয়ক সচিব ডা: হুমায়রা কানিজ, প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা শুয়াইব রেজা কাদেরী, দপ্তর সচিব শায়ের মামুন রেজা কাদেরী, মানবাধিকার সচিব মুহাম্মদ মিফতাহুল ইসলাম, সমাজকল্যাণ সচিব হাফেজ মুহাম্মদ সাহেদুল আলম চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মাওলানা সৈয়দ তানজিদ হোসাইন, ছাত্রকল্যাণ সচিব সৈয়দ আসিফ তানভির, তথ্য ও প্রযুক্তি সচিব মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদিন (ফেনী)।
নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজভাণ্ডারী, আ. উ. ম. ইশফাকুর রহমান রেজা, মুহাম্মদ তাজুল ইসলাম আসিফ, মো. জাহিদুল হাসান খাঁন (জাহিদ), কবি তসলিম খাঁ, সৈয়দ মুরাদ হোসাইন আশরাফী (সৈয়দপুর), মুহাম্মদ আলমগীর, এস এম শরীফুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ আবু হানিফ নোমান, মুহাম্মদ আইয়ুব। সংগঠনে বিশিষ্টজনদের নিয়ে ১১ সদস্যের একটি উপদেষ্টা প্যানেলও গঠিত হয়।