
নিজস্ব প্রতিবেদনঃ দাগন ভূঁইয়ার কৃতি সন্তান মরহুম আবদুল মিলনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্নরণ সভা ফকিরাপুলস্থ হোটেল আল সালামের দ্বিতীয় তলা বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে দাগনভূঞা ব্লাড ডোনেশন এর সাধারণ সম্পাদক কামালউদ্দিনের সঞ্চলনা স্মরণ সভা স্মৃতিচারন করেন কলামিষ্ট রিন্টু আনোয়ার, দাগনভূঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম, এ, রব,বিকন গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সংযোগ- নোফেল প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন মাসুক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নুরুল আলম, এডভোকেট একরামুল হক, সংগঠক তাজুল ইসলাম লিটন, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, জামাল উদ্দিন মেম্বার , নিজাম উদ্দিন, সাংবাদিক একরামূল হক, কবি কুতুব উদ্দিন প্রমুখ,
মরহুম আব্দুল হাই মিলন আমৃত্যু মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।
তিনি দানবীর ও হাতেম তাই হিসেবে পরিচিত ছিলেন, স্মৃতিচারণ শেষ কুতুব উদ্দিন এর পরিচালনা ধর্মীয় ‘ববাব কমিটির মধ্যে দিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।১ লা মে মরহুম আবদুল হাই মিলনের দশম মৃত্যু বার্ষিকী ।
২০১৫ সালের ১মে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। নিজ এলাকায় হাতেমতায়ী হিসেবে পরিচিত এই জনহিতৈষী ব্যক্তি ছাত্রজীবন থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে জড়িত । ছাত্রজীবনে নিজ এলাকায় তিনি অসংখ্যা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এছাড়া অসুস্থ্য ব্যক্তি, স্কুল, কলেজ, মাদরাসা, মন্দিরসহ সব ধরনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তিনি দু’হাতে দান করে গেছেন।
মানবপ্রেমী এই মহান ব্যক্তি ফেনীর দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।