ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে সহকারী শিক্ষীকা সহ ৩জনকে আইনি নোটিশ ডিসেম্বর হচ্ছে পৃথিবীর মানচিত্রে একটি নতুন জাতি ও ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সুজন বড়ুয়া’র শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড জয় মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগ মনোনীত প্রার্থী : নাহিম রাজ্জাক। হরিপুরে, ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল! সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে  মোট ২১জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পরিবেশমন্ত্রী মো: শাহাব উদ্দিন মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল

মসজিদ বরাদ্দের টাকা নিয়ে লা-পাত্তা প্রতারক ইমরান খান!

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে মু্ন্সীগন্জ জেলা গজারিয়া থানার গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর নামে মোটা অংকের টাকা বরাদ্দ করে লাফাত্তা হয়ে গেছে রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকার প্রতারক মোঃ ইমরান খান।

এই বিষয়ে গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর সভাপতি মোঃ মোসলেম প্রধান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাদের মসজিদটি পাকা টাইলসকৃত মসজিদ ছিলো,বেশ ভালোভাবে মুসল্লীরা উক্ত মসজিদ এ প্রতিনিয়ত নামাজ পড়তে পারতো । হঠাৎ করে ইমরান খান নামে এক প্রতারক এসে বলে আপনাদের এই মসজিদ আমি বিদেশী এক সংস্থা মাধ্যমে অনেক বড় করে দিবো যাতে করে এলাকার অনেক ধর্মপ্রান মুসলমান এক সাথে জামাতের সহিত নামাজ পড়তে পারে ।তখন তিনি বলেন তার জন্য বৈধ কি আছে আপনাকে কিভাবে আমরা বিশ্বাস করবো যে আপনি করে দিবেন?তখন প্রতারক ইমরান খান বলেন আপনাকে আমি দালিলিক চুক্তিপত্র করে দিবো এক বছরের মধ্য আপনার মসজিদ এর নির্মান কাজ শেষ করে দিবো। তার এমন মিথ্যা প্রতারনামূলক কথা আমি প্রতারিত হয়ে যায় । পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার পবিত্র নাম স্মরণ করিয়া গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর নির্মাণ কাজ হয় পক্ষ স্বাদ কনস্ট্রাকশন বিল্ডার্স লিঃ এর সাথে নিম্নোক্ত শর্ত সাপেকে চুক্তিনামা সম্পাদন করি একশত টাকার ২ টি স্ট্যাম্পে ।পরভর্তিতে তার কথা অনুযায়ী পাকা মসজিদ টাইলসকৃত মসজিদ ভাঙ্গা হয় ।

চুক্তি অনুযায়ী এক বছর মসজিদ টির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলে ও ২ বছর পার হলেও এখন পযর্ন্ত মসজিদ কোনো উন্নয়নের কাজ হয়নি আগের মতো মসজিদ টি পড়ে আছে।যাতে করে প্রতিনিয়ত ধর্মপ্রাণ মুসলমান গুলোর নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে ।

সুধু তাই নয় প্রতারক ইমরান খান এরই মধ্য মসজিদ ওয়াকর্ফ করার কথা বলে ৮০ হাজার টাকা ও দশ(১০)জন ধর্মপ্রাণ মুসলমান কে হজ্ব করাবে বলে ১০ জন এর কাছ থেকে দশ হাজার করে এক লক্ষ টাকা হাতিয়ে নেয় ।
এই বিষয়ে প্রতারক ইমরান এর ফোনে বারবার কল দিয়ে ও যোগাযোগ করা যায়নি।

এই বিষয়ে গজারীয়া থানায় মামলা দিতে গিয়ে মামলা নিলো না গজারীয়া থানা পুলিশ।পরভর্তিতে একটা অভিযোগ নিয়েছেন অভিযোগ নিয়ে ও কোনো পদক্ষেপ নেয় নি গজারীয়া থানা পুলিশ।

এমনতাবস্থায় আপনাদের মাধ্যমে এই প্রতারকের একটা উপযুক্ত শাস্তি ও ধর্মপ্রাণ কোনো মুসলমান আমাদের এই মসজিদ টি নির্মানে কাজে সহায়তা করার জন্য ও আকুল আবেদন জানাচ্ছি।গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর যোগাযোগ ঠিকানা নিচে দেওয়া হলো।
সাধারন সম্পাদক-০১৯৩০৬৫৫৩৭৯👈

ট্যাগস :

বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে সহকারী শিক্ষীকা সহ ৩জনকে আইনি নোটিশ

মসজিদ বরাদ্দের টাকা নিয়ে লা-পাত্তা প্রতারক ইমরান খান!

আপডেট সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে মু্ন্সীগন্জ জেলা গজারিয়া থানার গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর নামে মোটা অংকের টাকা বরাদ্দ করে লাফাত্তা হয়ে গেছে রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকার প্রতারক মোঃ ইমরান খান।

এই বিষয়ে গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর সভাপতি মোঃ মোসলেম প্রধান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাদের মসজিদটি পাকা টাইলসকৃত মসজিদ ছিলো,বেশ ভালোভাবে মুসল্লীরা উক্ত মসজিদ এ প্রতিনিয়ত নামাজ পড়তে পারতো । হঠাৎ করে ইমরান খান নামে এক প্রতারক এসে বলে আপনাদের এই মসজিদ আমি বিদেশী এক সংস্থা মাধ্যমে অনেক বড় করে দিবো যাতে করে এলাকার অনেক ধর্মপ্রান মুসলমান এক সাথে জামাতের সহিত নামাজ পড়তে পারে ।তখন তিনি বলেন তার জন্য বৈধ কি আছে আপনাকে কিভাবে আমরা বিশ্বাস করবো যে আপনি করে দিবেন?তখন প্রতারক ইমরান খান বলেন আপনাকে আমি দালিলিক চুক্তিপত্র করে দিবো এক বছরের মধ্য আপনার মসজিদ এর নির্মান কাজ শেষ করে দিবো। তার এমন মিথ্যা প্রতারনামূলক কথা আমি প্রতারিত হয়ে যায় । পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার পবিত্র নাম স্মরণ করিয়া গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর নির্মাণ কাজ হয় পক্ষ স্বাদ কনস্ট্রাকশন বিল্ডার্স লিঃ এর সাথে নিম্নোক্ত শর্ত সাপেকে চুক্তিনামা সম্পাদন করি একশত টাকার ২ টি স্ট্যাম্পে ।পরভর্তিতে তার কথা অনুযায়ী পাকা মসজিদ টাইলসকৃত মসজিদ ভাঙ্গা হয় ।

চুক্তি অনুযায়ী এক বছর মসজিদ টির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলে ও ২ বছর পার হলেও এখন পযর্ন্ত মসজিদ কোনো উন্নয়নের কাজ হয়নি আগের মতো মসজিদ টি পড়ে আছে।যাতে করে প্রতিনিয়ত ধর্মপ্রাণ মুসলমান গুলোর নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে ।

সুধু তাই নয় প্রতারক ইমরান খান এরই মধ্য মসজিদ ওয়াকর্ফ করার কথা বলে ৮০ হাজার টাকা ও দশ(১০)জন ধর্মপ্রাণ মুসলমান কে হজ্ব করাবে বলে ১০ জন এর কাছ থেকে দশ হাজার করে এক লক্ষ টাকা হাতিয়ে নেয় ।
এই বিষয়ে প্রতারক ইমরান এর ফোনে বারবার কল দিয়ে ও যোগাযোগ করা যায়নি।

এই বিষয়ে গজারীয়া থানায় মামলা দিতে গিয়ে মামলা নিলো না গজারীয়া থানা পুলিশ।পরভর্তিতে একটা অভিযোগ নিয়েছেন অভিযোগ নিয়ে ও কোনো পদক্ষেপ নেয় নি গজারীয়া থানা পুলিশ।

এমনতাবস্থায় আপনাদের মাধ্যমে এই প্রতারকের একটা উপযুক্ত শাস্তি ও ধর্মপ্রাণ কোনো মুসলমান আমাদের এই মসজিদ টি নির্মানে কাজে সহায়তা করার জন্য ও আকুল আবেদন জানাচ্ছি।গোসাইর চর প্রধান বাড়ি জামে মসজিদ এর যোগাযোগ ঠিকানা নিচে দেওয়া হলো।
সাধারন সম্পাদক-০১৯৩০৬৫৫৩৭৯👈