মোস্তফা শেখঃ সাম্প্রতিক সময়ে মাদক বিরুদ্ধী অভিযানে প্রতিনিয়ত কাজ করছে ডিএমপি মিরপুর মডেল থানা
পুলিশ ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা বেলায় মিরপুর মডেল থানার মিরপুর মডেল থানার পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সোহেল (২৯), মোঃ ময়নুল ওরফে ময়নাল (২৯) এবং মোঃ বিকাশ হোসেন (১৯)।এই বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের জানান,বিকাশ ও সোহেল সম্পর্কে শালা-দুলাভাই।গ্রেফতার ৩ জন পেশাদার মাদক বিক্রেতা। তারা মূলত গাঁজা বিক্রি করেন। তারা কুষ্টিয়া থেকে গাঁজা কিনে আনেন। এরপর ঢাকায় বিভিন্ন স্থানে বিক্রি করেন। এই গাঁজা বিক্রির জন্যই তারা আলাদা বাসা ভাড়া করেন। সেই বাসাতে বসেই গাঁজা বিক্রি করেন। সোহেল বিভিন্ন অর্ডার নেন, আর বিকাশ তা ডেলিভারি দেন।
এসব গাঁজা বিক্রির জন্য বিকাশ বিভিন্নধরনের ছদ্মবেশে চলাফেরা করেন। কখনও তিনি স্কুলছাত্র সেজে ব্যাগে করে গাঁজা পৌঁছে দেন, কখনও প্রবাসী সেজে বড় ব্যাগে গাঁজা নিয়ে আসেন, আর কখনও ভাঙারি বিক্রেতা সেজে ছোট ড্রামে করে গাঁজা পৌঁছে দেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার সোহেলের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।