মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরের মুজিবনগর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম গঠন করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সহযোগীতায় ও মানব উন্নয়ন কেন্দ্র আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক আসকার আলী মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
মউক এর প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা খাতুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে মউক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ, ইউপি সদস্য ইন্নাল হোসেন ও সমাজ সেবক জাকারিয়া হাবিব উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় মুজিবনগর উপজেলার নারী ও শিশু নির্যাতনের বর্তমান চিত্র তুলে ধরে তা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী ও পরিকল্পনা গ্রহন করা হয়।
পরে মেহেরপুর জেলা আহ্বায়ক সদস্য আজিমুল ইসলাম বারী মুকুলকে সভাপতি ও তকলিমা খাতুনকে সহ-সভাপতি করে ২৯ সদস্য বিশিষ্ঠ মুজিবনগর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম গঠন করা হয়।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮