মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরের গাংনীতে র্যাব-১২ এর অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (৫ মার্চ), বিকেল ৩ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভোমরদহ-করমদী সড়কের ভোমরদহ গ্রামের স্কুলপাড়া থেকে রুবেল কে আটক করা হয়।
ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক, কমান্ডার, সিপিসি-মেহেরপুর-১২ এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ভোমরদহ গ্রামের স্কুলপাড়ার জনৈক আজিজুলের বাড়ির পূর্ব পাশের রাস্তা থেকে রুবেলকে আটক করতে সক্ষম হয়।
এসময় রুবেলের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, ২ টি সীম কার্ড সংযুক্ত একটি Oppo এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত রুবেল গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের বাগানপাড়ার নজরুল ইসলামের ছেলে।
রোববার সন্ধার দিকে র্যাব-১২, সিপিসি-মেহেরপুর এর সহকারী পুলিশ সুপার, কমান্ডার, গোলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী রুবেলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
মেহেরপুরে র্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ আটক-১
- মাসুদ রানা
- আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- ২২৯২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ