এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ ব্যাক্তি ও প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ১২৩ নং মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন রিয়া।
১২৩ নং মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে উপজেলা বাছাই কমিটি তাকে উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করেন।
রোববার (৮ সেপ্টেম্বর ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয় জানতে চাইলে রেহেনা পারভিন রিয়া বলেন, গত বছরও আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলাম। ২০১৯ সালে আমার পূর্বের প্রতিষ্ঠান দোনা, এস, এস সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছিল।
তিনি আরও বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাছাই কমিটির সকল সদস্য সহ
যারা আমাকে বিভিন্ন সময় উৎসাহ-উদ্দীপনা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন এবং সকলের দোয়া চেয়েছেন।