মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ সংবাদদাতা:- বরিশালের বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পান্ডব পায়রা, কারখানা, তুলা তলা শিয়ালগুনি, শরশী ও কবাই নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে উপজেলার কারখানা, তেঁতুলিয়া, পান্ডব, পায়রা, তুলা তলা নদীর বিভিন্ন পয়েন্টে ৬৬ টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ১২০ কেজি ইলিশ মাছ, ও ১লক্ষ্য ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আটককৃত ১৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।১৪ জন জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৩ জনকে মুছ লেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।আটককৃত মাছ বিভিন্ন এতিমখানায় বন্টন করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল ও সহকারী কমিশনার ভূমি সানজিদা রিক্তা
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,আটক হওয়ার ৩৩ জন জেলের মধ্যে ১২ জনকে ১৭ দিন এবং ৪ জনকে ৭ দিন করে কারা দণ্ড দেওয়া হয়েছে এবং ১৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিন জনকে মুছ লেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া জব্দকৃত মাছ অসহায় ও এতিমখানায় দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।