ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা দুদক এনফোর্সমেন্ট ইউনিট একদিনে তিন অভিযান পরিচালিত ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৯০৬ মামলা ইতালীতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতনের ঘটনায় মূলহোতাদের গ্রেপ্তার করছে র‍্যাব প্রবাসীর অর্থ লোপাটের সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস‍্য’কে গ্রেফতার করেছে: এয়ারপোর্ট এপিবিএন বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ! ফরিদপুর বালক বালিকা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি,সংঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্য’কে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফের নীরব চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ ভুক্তভোগীদের অভিযোগ !

যে যতটুকু আপনাকে বোঝে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন!

  • আপডেট সময় : ০২:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৩২৮৯ বার পড়া হয়েছে

খান মাহাদী:- “কেউ আমাকে বোঝে না” বা “কেউ আমাকে বুঝলো না” প্রায়ই এমন একটা অভিমান আমাদের সকলের মনের মধ্যে জমা হয়ে মনের আকাশটা ভীষণ ভারী করে দেয়। একটা চাপা কষ্ট সমস্ত হৃদয়টা আচ্ছন্ন করে রাখে। ভেতরে ভেতরে একটা গুমোট বাঁধা অভিমান জড়ো করে আমরা হয় চুপ থাকি, অথবা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি।

আসলে কেউ আপনাকে বোঝে না বা বুঝলো না ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো কেউ আপনাকে আপনার নিজের মতো করে বোঝে না। আপনি যেমনটা চাইছেন তেমন করে বুঝছে না বলেই আপনার এমন মনে হয়।

পৃথিবীতে কোনো মানুষই মাইন্ড রিডার না। চোখের ভাষা আর মনের ভাষা পড়তে পারার মতো চোখ আর মন আপনি কখনোই খুঁজে পাবেন না। এগুলো কেবল কথার কথা। প্রিয়জন বলেন বা পরিজন, কোনো মানুষই আপনাকে লাইন বাই লাইন বুঝে পড়তে পারবে না। আপনি ঠিকঠাক বুঝিয়ে বলতে না পারলে বা বোঝাতে ব্যর্থ হলে কোনো মানুষই আপনাকে শতভাগ বুঝবে না। না চাইতেই সবাই আপনাকে বুঝুক বা বুঝবে এমনটা ভাবাও বোকামি। কারণ আপনি নিজেও কাউকে পুরোপুরি বোঝেন না, এমনকি নিজেকেও না।

বছরের পর বছর একই ছাদের নিচে বসবাস করেও কেউ কাউকে পুরোপুরি বোঝে না। জন্মের পর থেকে যে পরিবারে আপনি বেড়ে উঠেছেন, যে মানুষগুলোর সাথে আপনার অধিকাংশ সময় অতিবাহিত হয়…সেই মানুষগুলোকে কি আপনি পুরোপুরি বোঝেন? আপনি যদি না বোঝেন তাহলে অন্যেরা আপনাকে বুঝছে না বলে অভিমান করে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? কেন নিজেকে সবার থেকে আড়াল করে দূরত্ব তৈরি করছেন?

ভেবেই নিন যে সবাই আপনাকে যতোটুকু বুঝছে আপনি তাদেরকে ঠিক ততোটুকুই বোঝাতে সক্ষম হয়েছেন। কে আপনাকে কতটুকু বুঝলো বা বুঝলো না এতে আপনার কিচ্ছু আসে যায় না। সবথেকে বড় কথা হলো, আপনি নিজেকে নিজে কতটুকু বোঝেন।

সত্যি বলতে আমরা সারাজীবন অন্যের বুঝের উপর নিজেকে মূল্যায়ন করি। কিন্তু আমরা এটা ভুলে যাই, স্ব-মূল্যায়নের থেকে বড় কোনো মূল্যায়ন পৃথিবীতে আর নেই। আপনি যদি নিজেকে নিজে পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। সুতরাং কারো বুঝের উপর নিজেকে বিচার না করে নিজেকে নিজে বুঝুন, নিজেকে নিজে ভালো রাখতে শিখুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

যে যতটুকু আপনাকে বোঝে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন!

আপডেট সময় : ০২:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

খান মাহাদী:- “কেউ আমাকে বোঝে না” বা “কেউ আমাকে বুঝলো না” প্রায়ই এমন একটা অভিমান আমাদের সকলের মনের মধ্যে জমা হয়ে মনের আকাশটা ভীষণ ভারী করে দেয়। একটা চাপা কষ্ট সমস্ত হৃদয়টা আচ্ছন্ন করে রাখে। ভেতরে ভেতরে একটা গুমোট বাঁধা অভিমান জড়ো করে আমরা হয় চুপ থাকি, অথবা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি।

আসলে কেউ আপনাকে বোঝে না বা বুঝলো না ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো কেউ আপনাকে আপনার নিজের মতো করে বোঝে না। আপনি যেমনটা চাইছেন তেমন করে বুঝছে না বলেই আপনার এমন মনে হয়।

পৃথিবীতে কোনো মানুষই মাইন্ড রিডার না। চোখের ভাষা আর মনের ভাষা পড়তে পারার মতো চোখ আর মন আপনি কখনোই খুঁজে পাবেন না। এগুলো কেবল কথার কথা। প্রিয়জন বলেন বা পরিজন, কোনো মানুষই আপনাকে লাইন বাই লাইন বুঝে পড়তে পারবে না। আপনি ঠিকঠাক বুঝিয়ে বলতে না পারলে বা বোঝাতে ব্যর্থ হলে কোনো মানুষই আপনাকে শতভাগ বুঝবে না। না চাইতেই সবাই আপনাকে বুঝুক বা বুঝবে এমনটা ভাবাও বোকামি। কারণ আপনি নিজেও কাউকে পুরোপুরি বোঝেন না, এমনকি নিজেকেও না।

বছরের পর বছর একই ছাদের নিচে বসবাস করেও কেউ কাউকে পুরোপুরি বোঝে না। জন্মের পর থেকে যে পরিবারে আপনি বেড়ে উঠেছেন, যে মানুষগুলোর সাথে আপনার অধিকাংশ সময় অতিবাহিত হয়…সেই মানুষগুলোকে কি আপনি পুরোপুরি বোঝেন? আপনি যদি না বোঝেন তাহলে অন্যেরা আপনাকে বুঝছে না বলে অভিমান করে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? কেন নিজেকে সবার থেকে আড়াল করে দূরত্ব তৈরি করছেন?

ভেবেই নিন যে সবাই আপনাকে যতোটুকু বুঝছে আপনি তাদেরকে ঠিক ততোটুকুই বোঝাতে সক্ষম হয়েছেন। কে আপনাকে কতটুকু বুঝলো বা বুঝলো না এতে আপনার কিচ্ছু আসে যায় না। সবথেকে বড় কথা হলো, আপনি নিজেকে নিজে কতটুকু বোঝেন।

সত্যি বলতে আমরা সারাজীবন অন্যের বুঝের উপর নিজেকে মূল্যায়ন করি। কিন্তু আমরা এটা ভুলে যাই, স্ব-মূল্যায়নের থেকে বড় কোনো মূল্যায়ন পৃথিবীতে আর নেই। আপনি যদি নিজেকে নিজে পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। সুতরাং কারো বুঝের উপর নিজেকে বিচার না করে নিজেকে নিজে বুঝুন, নিজেকে নিজে ভালো রাখতে শিখুন।