ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম উইম্যান চেম্বারের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন মধুপুরে ড্রাগন, কলা,আনারস ও পেঁপে চাষীর নিকট চাঁদা দাবী বাকেরগঞ্জে কাঁচা রাস্তা পাকা করার লক্ষে ছাত্র জনতার মানববন্ধন সরকারি চাকরি দেওয়ার নামে অভিনব পন্থায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ অবৈধ সম্পদ অর্জন বিএনপি নেতা লেয়াকত আলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা হেলাল খানের নেতৃত্বে শহিদ মিনারে শিল্পী-কলাকুশলীরা রাজনৈতিক দলের সাথে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহবান বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ আওয়ামী লীগের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা! হাটহাজারী দক্ষিণ মাদার্শা এলাকায় জবরদখল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা

রক্তাক্ত স্বাধীনতা ~চৌধুরী সিয়াম ইলাহী

  • আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ২০৬৪ বার পড়া হয়েছে

 

যে তুমি স্বাধীনতা নিয়ে লিখেছো হাজার
কবিতা, সেই তুমি আজ নিরব কেন?
চারপাশের এই স্বাধীনতা হারানোর সুর
কি তোমার হৃদয়ে পৌছেনি?

তুমি কে দেখছো না আমার মেধাবী ভাইয়ের
তাজা রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে?
আমার বোনের এই স্বাধীন দেধে লাঞ্চিত
হওয়ার এই দৃশ্য কি তুমি দেখছো না?

তুমি কি স্বজনহারাদের কান্নার শব্দ
এখনো শুনতে পাওনি?
তুমিও কি তবে অন্যায়ের বিরুদ্ধে
কলম ধরার স্বাধীনতা হারিয়েছো?

খোদার কসম তবে, আজ থেকে
আমি ভুলে গেলাম তোমাদের।
তোমরা যারা এই যৌক্তিক দাবিতে
আমাদের রিরুধীতা করেছো।

আমরা দমে যায়নি, এখনো আছি বাহান্ন,
উনসত্তর কিম্বা একাত্তরের মতোই,

আমরা আমাদের ভাইয়েদের রক্তের
হিসাব তবে রক্ত দিয়েই বুঝে নিবো।

ভুলে যেও না তোমরা, সুকান্ত ভট্টাচার্যের
সে আঠারো আমরাই।
আমাদের ঠেকাতে গেলে নিজেদের
অস্তিত্ব ঠিক থাকবে না।

এই বাংলার রাজপথ রঞ্জিত রক্তাক্ত
মাটি ছুঁয়ে শপথ নিলাম।
তোমাদের এই বাংলার হয়ে
হাজার হাজার অভিশাপ দিলাম।

বিঃদ্রঃ আন্দোলনের সময় লেখা
কিন্তু ব্যস্ততার কারণে প্রকাশ করা হয়নি এতদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম উইম্যান চেম্বারের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন

রক্তাক্ত স্বাধীনতা ~চৌধুরী সিয়াম ইলাহী

আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

 

যে তুমি স্বাধীনতা নিয়ে লিখেছো হাজার
কবিতা, সেই তুমি আজ নিরব কেন?
চারপাশের এই স্বাধীনতা হারানোর সুর
কি তোমার হৃদয়ে পৌছেনি?

তুমি কে দেখছো না আমার মেধাবী ভাইয়ের
তাজা রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে?
আমার বোনের এই স্বাধীন দেধে লাঞ্চিত
হওয়ার এই দৃশ্য কি তুমি দেখছো না?

তুমি কি স্বজনহারাদের কান্নার শব্দ
এখনো শুনতে পাওনি?
তুমিও কি তবে অন্যায়ের বিরুদ্ধে
কলম ধরার স্বাধীনতা হারিয়েছো?

খোদার কসম তবে, আজ থেকে
আমি ভুলে গেলাম তোমাদের।
তোমরা যারা এই যৌক্তিক দাবিতে
আমাদের রিরুধীতা করেছো।

আমরা দমে যায়নি, এখনো আছি বাহান্ন,
উনসত্তর কিম্বা একাত্তরের মতোই,

আমরা আমাদের ভাইয়েদের রক্তের
হিসাব তবে রক্ত দিয়েই বুঝে নিবো।

ভুলে যেও না তোমরা, সুকান্ত ভট্টাচার্যের
সে আঠারো আমরাই।
আমাদের ঠেকাতে গেলে নিজেদের
অস্তিত্ব ঠিক থাকবে না।

এই বাংলার রাজপথ রঞ্জিত রক্তাক্ত
মাটি ছুঁয়ে শপথ নিলাম।
তোমাদের এই বাংলার হয়ে
হাজার হাজার অভিশাপ দিলাম।

বিঃদ্রঃ আন্দোলনের সময় লেখা
কিন্তু ব্যস্ততার কারণে প্রকাশ করা হয়নি এতদিন।