নিজস্ব প্রতিবেদক সাদ্দাম হোসেন:- আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রাউন সিমেন্টে দেশ-বিদেশে আস্থার সাথে নির্মিত হচ্ছে স্থাপনার স্থায়ী বুনিয়াদ। উন্নত কাঁচামাল, অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবল এর সমন্বয়ে প্রস্তুতকৃত, দীর্ঘ ২০ বছর ধরে রপ্তানিতে শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট দিয়েই নির্মিত হচ্ছে বরিশালের মেগা প্রকল্পসহ বিভিন্ন ধরনের স্থাপনা।
সুলতান মাহমুদ সাবেক এক দুদক কর্মকর্তা তার নিজ বাড়িতে ব্যবহার করছে ক্রাউন সিমেন্ট। তাকে প্রশ্ন করা হয় কেন সে ক্রাউন সিমেন্ট ব্যাবহার করছে। প্রশ্নের উত্তরে সে বলে ক্রাউন সিমেন্ট গুণগত মানে সবার সেরা এবং ডেলিভারি সিস্টেম ও অনেক ভালো অর্ডার করার সাথে সাথে ডেলিভারি পাই।
ক্রাউন সিমেন্টের সাফল্যের বিষয় রিজিওন -০৬ বরিশালের রিজিওনাল হেড কাজী জহিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে সে বলে ক্রাউন সিমেন্টের গুণগত মান সবার সেরা। আমরা কাজে ও প্রমাণে বিশ্বাসী। আমাদের গুণগত মানে ক্রেতারা সবাই খুশি কেউ যদি একবার ক্রাউন সিমেন্ট ব্যবহার করে সে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সিমেন্ট ব্যবহার করে। এবং সে আরো বলে ভবিষ্যতে ও আমাদের সিমেন্টের গুনগত মান ও সাফল্যের ধারা অব্যাহত থাকবে।