ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম উইম্যান চেম্বারের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন মধুপুরে ড্রাগন, কলা,আনারস ও পেঁপে চাষীর নিকট চাঁদা দাবী বাকেরগঞ্জে কাঁচা রাস্তা পাকা করার লক্ষে ছাত্র জনতার মানববন্ধন সরকারি চাকরি দেওয়ার নামে অভিনব পন্থায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ অবৈধ সম্পদ অর্জন বিএনপি নেতা লেয়াকত আলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা হেলাল খানের নেতৃত্বে শহিদ মিনারে শিল্পী-কলাকুশলীরা রাজনৈতিক দলের সাথে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহবান বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ আওয়ামী লীগের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা! হাটহাজারী দক্ষিণ মাদার্শা এলাকায় জবরদখল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা

“রাতের নিস্তব্ধতা”

  • আপডেট সময় : ০১:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • ২৩৬১ বার পড়া হয়েছে

“রাতের নিস্তব্ধতা”

রাতের নিস্তব্ধতা বেড়েই চলেছে
দিশেহারা ডাকছে
বেওয়ারিশ কুকুর গুলো
খুঁজতে থাকে
লুপ্ত হওয়া আমিত্বকে।

বুকের ভাঁজ ছুঁয়ে
এক অবাধ্য উল্কা
ছুটে চলে দিগ্বিদিক।

তার হৃদয়ের অচেনা গলিতে
নিরুদ্দেশ হই,
থেমে যায় আমার ব্যস্ততা।

অস্থির চোখের কাঁপনে
নিলাম করে দেই
বিষাদের স্তুপ।

অংকটা মেলাতে পারিনা কিছুতেই
এক সুদুরপ্রসারী ভাবনায়
সূত্রগুলো তাল পাকিয়ে যায়
বিরহের হাত থেকে
বাঁচাতে পারি না কবিতাকে।

এক উদভ্রান্ত হৃদয়
ডুবে থাকে আত্মাভিমানে
কিছু পাওয়ার অভিপ্রায়ে
নিভু নিভু হয় আমার
এক সলতের আগ্রহ।

লেখক,হামিদা খাতুন পান্না

বুকের ভাঁজ ছুঁয়ে
এক অবাধ্য উল্কা
ছুটে চলে দিগ্বিদিক।

তার হৃদয়ের অচেনা গলিতে
নিরুদ্দেশ হই,
থেমে যায় আমার ব্যস্ততা।

অস্থির চোখের কাঁপনে
নিলাম করে দেই
বিষাদের স্তুপ।

অংকটা মেলাতে পারিনা কিছুতেই
এক সুদুরপ্রসারী ভাবনায়
সূত্রগুলো তাল পাকিয়ে যায়
বিরহের হাত থেকে
বাঁচাতে পারি না কবিতাকে।

এক উদভ্রান্ত হৃদয়
ডুবে থাকে আত্মাভিমানে
কিছু পাওয়ার অভিপ্রায়ে
নিভু নিভু হয় আমার
এক সলতের আগ্রহ।

লেখক,হামিদা খাতুন পান্না

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম উইম্যান চেম্বারের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন

“রাতের নিস্তব্ধতা”

আপডেট সময় : ০১:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

“রাতের নিস্তব্ধতা”

রাতের নিস্তব্ধতা বেড়েই চলেছে
দিশেহারা ডাকছে
বেওয়ারিশ কুকুর গুলো
খুঁজতে থাকে
লুপ্ত হওয়া আমিত্বকে।

বুকের ভাঁজ ছুঁয়ে
এক অবাধ্য উল্কা
ছুটে চলে দিগ্বিদিক।

তার হৃদয়ের অচেনা গলিতে
নিরুদ্দেশ হই,
থেমে যায় আমার ব্যস্ততা।

অস্থির চোখের কাঁপনে
নিলাম করে দেই
বিষাদের স্তুপ।

অংকটা মেলাতে পারিনা কিছুতেই
এক সুদুরপ্রসারী ভাবনায়
সূত্রগুলো তাল পাকিয়ে যায়
বিরহের হাত থেকে
বাঁচাতে পারি না কবিতাকে।

এক উদভ্রান্ত হৃদয়
ডুবে থাকে আত্মাভিমানে
কিছু পাওয়ার অভিপ্রায়ে
নিভু নিভু হয় আমার
এক সলতের আগ্রহ।

লেখক,হামিদা খাতুন পান্না

বুকের ভাঁজ ছুঁয়ে
এক অবাধ্য উল্কা
ছুটে চলে দিগ্বিদিক।

তার হৃদয়ের অচেনা গলিতে
নিরুদ্দেশ হই,
থেমে যায় আমার ব্যস্ততা।

অস্থির চোখের কাঁপনে
নিলাম করে দেই
বিষাদের স্তুপ।

অংকটা মেলাতে পারিনা কিছুতেই
এক সুদুরপ্রসারী ভাবনায়
সূত্রগুলো তাল পাকিয়ে যায়
বিরহের হাত থেকে
বাঁচাতে পারি না কবিতাকে।

এক উদভ্রান্ত হৃদয়
ডুবে থাকে আত্মাভিমানে
কিছু পাওয়ার অভিপ্রায়ে
নিভু নিভু হয় আমার
এক সলতের আগ্রহ।

লেখক,হামিদা খাতুন পান্না