ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেফতার: ৬ স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে যাননি সন্তু লারমা দুদক কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ! ককটেল রবিন ও সন্ত্রাসী চুন্নুকে গ্রেফতারে দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল গৃহবধূ লামিয়া হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁ এসএসসি পরীক্ষার্থকে ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক এলাকায় আলোচনা সমালোচনা ঝড় মধুপুরে এড. মোহাম্মদ আলীর ইফতার মাহফিলে মানুষের ঢল বরিশালের একে স্কুলের এডহক কমিটি সভাপতি আজিজুর রহমান মামুন

রিলিজ হলো মেজবা কনার ওয়েব ফিল্মের ডুয়েট গান “নিশ্বাসে বিশ্বাসে”

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০২:১৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৪৫৪৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদকঃ সুপ্রীম কোর্টের তরুন আইনজীবী মেজবা শরীফ অনেক দিন ধরে আইন পেশার পাশাপাশি গান এবং মডেলিং করে যাচ্ছিলেন। এবার তিনি রানা বর্তমান রচিত এবং নির্মিত “রহস্য ঘেরা প্রিয়তমা ” নামক ওয়েব ফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করলেন। তাছাড়া ফিল্মটিতে কবীর বকুলের লিখায় নিশ্বাসে বিশ্বাসে নামক গানে রোহান রাজের সুরে মেজবা শরীফের নিজের কন্ঠে গানও রয়েছে সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা।

সঙ্গীতে ছিলেন হাবিব আসলাম। ওয়েবফিল্মটির ডিওপি ছিলেন সানি খান এবং মুখাভিনয়ে রিপন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তুষার মাহমুদ, এ বাবুল আজিম, প্রিন্স পার্থ ও আব্দুল্লাহ সজিব সহ আরও অনেকে। ওয়েব ফিল্মটির গানের কোরিওগ্রাফিতে ছিলেন অপূর্ব শেখ। ওয়েবফিল্মটির নির্মাতা রানা বর্তমান জানান মেজবা শরীফ চমৎকার অভিনয় করেছেন এবং গানটিও অনেক ভালো গেয়েছেন। গানটি চ্যানেল১১ থেকে রিলিজ হয়েছে।

উল্লেখ্য স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখায় “আমি তোমার মন” সাথে ডুয়েট গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” এবং “ফটো”, ” মনের স্মার্টফোন”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”, সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার” ।

আখি চৌধুরীর লিখায় এবং মিলন খানের সুর সঙ্গীতে ” প্রেম”। এ ছাড়াও” কার মায়াতে” গান। তাছাড়াও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়”,”কথা জমে থাক”, “দূর কোন দেশে”, ” অনেক তো হলো” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা

রিলিজ হলো মেজবা কনার ওয়েব ফিল্মের ডুয়েট গান “নিশ্বাসে বিশ্বাসে”

আপডেট সময় : ০২:১৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

বিনোদন প্রতিবেদকঃ সুপ্রীম কোর্টের তরুন আইনজীবী মেজবা শরীফ অনেক দিন ধরে আইন পেশার পাশাপাশি গান এবং মডেলিং করে যাচ্ছিলেন। এবার তিনি রানা বর্তমান রচিত এবং নির্মিত “রহস্য ঘেরা প্রিয়তমা ” নামক ওয়েব ফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করলেন। তাছাড়া ফিল্মটিতে কবীর বকুলের লিখায় নিশ্বাসে বিশ্বাসে নামক গানে রোহান রাজের সুরে মেজবা শরীফের নিজের কন্ঠে গানও রয়েছে সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা।

সঙ্গীতে ছিলেন হাবিব আসলাম। ওয়েবফিল্মটির ডিওপি ছিলেন সানি খান এবং মুখাভিনয়ে রিপন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তুষার মাহমুদ, এ বাবুল আজিম, প্রিন্স পার্থ ও আব্দুল্লাহ সজিব সহ আরও অনেকে। ওয়েব ফিল্মটির গানের কোরিওগ্রাফিতে ছিলেন অপূর্ব শেখ। ওয়েবফিল্মটির নির্মাতা রানা বর্তমান জানান মেজবা শরীফ চমৎকার অভিনয় করেছেন এবং গানটিও অনেক ভালো গেয়েছেন। গানটি চ্যানেল১১ থেকে রিলিজ হয়েছে।

উল্লেখ্য স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখায় “আমি তোমার মন” সাথে ডুয়েট গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” এবং “ফটো”, ” মনের স্মার্টফোন”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”, সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার” ।

আখি চৌধুরীর লিখায় এবং মিলন খানের সুর সঙ্গীতে ” প্রেম”। এ ছাড়াও” কার মায়াতে” গান। তাছাড়াও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়”,”কথা জমে থাক”, “দূর কোন দেশে”, ” অনেক তো হলো” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।