ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব কায়দায় প্রতারনায় গ্রেফতার আজিজ মোল্লা “প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি বাকেরগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা,আহত-২ থানায় মামলা দায়ের দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নাঙ্গলমোড়ায় যেন অশুভ শক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে : সালাউদ্দীন আলী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির-এটিএম জাহেদ চৌধুরী সাংবাদিক মেহেদী হাসানের উপর বখাটে দুস্কৃতি কারীদের হামলা দেশে নমরুদের জমানা শেষ, যারা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার দিন শেষ দিন দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দখল। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা ভাষা সৈনিক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম বদিউল আলম চৌধুরী

রিলিজ হলো মেজবা কনার ওয়েব ফিল্মের ডুয়েট গান “নিশ্বাসে বিশ্বাসে”

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০২:১৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৩৪৫৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদকঃ সুপ্রীম কোর্টের তরুন আইনজীবী মেজবা শরীফ অনেক দিন ধরে আইন পেশার পাশাপাশি গান এবং মডেলিং করে যাচ্ছিলেন। এবার তিনি রানা বর্তমান রচিত এবং নির্মিত “রহস্য ঘেরা প্রিয়তমা ” নামক ওয়েব ফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করলেন। তাছাড়া ফিল্মটিতে কবীর বকুলের লিখায় নিশ্বাসে বিশ্বাসে নামক গানে রোহান রাজের সুরে মেজবা শরীফের নিজের কন্ঠে গানও রয়েছে সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা।

সঙ্গীতে ছিলেন হাবিব আসলাম। ওয়েবফিল্মটির ডিওপি ছিলেন সানি খান এবং মুখাভিনয়ে রিপন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তুষার মাহমুদ, এ বাবুল আজিম, প্রিন্স পার্থ ও আব্দুল্লাহ সজিব সহ আরও অনেকে। ওয়েব ফিল্মটির গানের কোরিওগ্রাফিতে ছিলেন অপূর্ব শেখ। ওয়েবফিল্মটির নির্মাতা রানা বর্তমান জানান মেজবা শরীফ চমৎকার অভিনয় করেছেন এবং গানটিও অনেক ভালো গেয়েছেন। গানটি চ্যানেল১১ থেকে রিলিজ হয়েছে।

উল্লেখ্য স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখায় “আমি তোমার মন” সাথে ডুয়েট গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” এবং “ফটো”, ” মনের স্মার্টফোন”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”, সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার” ।

আখি চৌধুরীর লিখায় এবং মিলন খানের সুর সঙ্গীতে ” প্রেম”। এ ছাড়াও” কার মায়াতে” গান। তাছাড়াও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়”,”কথা জমে থাক”, “দূর কোন দেশে”, ” অনেক তো হলো” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব কায়দায় প্রতারনায় গ্রেফতার আজিজ মোল্লা

রিলিজ হলো মেজবা কনার ওয়েব ফিল্মের ডুয়েট গান “নিশ্বাসে বিশ্বাসে”

আপডেট সময় : ০২:১৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

বিনোদন প্রতিবেদকঃ সুপ্রীম কোর্টের তরুন আইনজীবী মেজবা শরীফ অনেক দিন ধরে আইন পেশার পাশাপাশি গান এবং মডেলিং করে যাচ্ছিলেন। এবার তিনি রানা বর্তমান রচিত এবং নির্মিত “রহস্য ঘেরা প্রিয়তমা ” নামক ওয়েব ফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করলেন। তাছাড়া ফিল্মটিতে কবীর বকুলের লিখায় নিশ্বাসে বিশ্বাসে নামক গানে রোহান রাজের সুরে মেজবা শরীফের নিজের কন্ঠে গানও রয়েছে সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা।

সঙ্গীতে ছিলেন হাবিব আসলাম। ওয়েবফিল্মটির ডিওপি ছিলেন সানি খান এবং মুখাভিনয়ে রিপন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তুষার মাহমুদ, এ বাবুল আজিম, প্রিন্স পার্থ ও আব্দুল্লাহ সজিব সহ আরও অনেকে। ওয়েব ফিল্মটির গানের কোরিওগ্রাফিতে ছিলেন অপূর্ব শেখ। ওয়েবফিল্মটির নির্মাতা রানা বর্তমান জানান মেজবা শরীফ চমৎকার অভিনয় করেছেন এবং গানটিও অনেক ভালো গেয়েছেন। গানটি চ্যানেল১১ থেকে রিলিজ হয়েছে।

উল্লেখ্য স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখায় “আমি তোমার মন” সাথে ডুয়েট গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” এবং “ফটো”, ” মনের স্মার্টফোন”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”, সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার” ।

আখি চৌধুরীর লিখায় এবং মিলন খানের সুর সঙ্গীতে ” প্রেম”। এ ছাড়াও” কার মায়াতে” গান। তাছাড়াও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়”,”কথা জমে থাক”, “দূর কোন দেশে”, ” অনেক তো হলো” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।