
লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়নগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। শুক্রবার(২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জ সদর ইউনিয়নের জি পার্কে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম জাহিদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য আলমগীর,৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব জুলহাস মিয়া, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন,১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আতি ভূইয়া, ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত আলী,সহ রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল সভাপতি সেক্রেটারি সহ যুবলীগের নেতাকর্মীরা।