
লোহাগাড়া, সংবাদদাতা (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান লোহাগাড়া সিটি হাসপাতাল পরিচালনা কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন
সিটি হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুর হোছাইন। মাওলানা মুহাম্মদ জুনায়েদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী নুরুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, সহ-সভাপতি রফিক দিদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউছুফ, মাওলানা মনির আহমেদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা সামি উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাছান রউফ।