শরীয়তপুর প্রতিনিধি:- নতুন কারিকুলামে বাস্তবায়নে আনন্দমুখর পরিবেশে, নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণে করছে এবং তাদের অভিব্যক্তি ব্যক্ত করছে। পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়সহ শরীয়তপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন উৎসবে অংশগ্রহণ করেন। সারা দেশের ন্যায় ১৯ শে নভেম্বর থেকে চূড়ান্তভাবে ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে।
এবিষয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রায়হান, আফনান তুর, রোহান, দীপায়ন সহ অন্যান্য শিক্ষার্থীরা জানায়, নতুন কারিকুলামে মূল্যায়ন তারা বেশ উপভোগ করছে।
৭ম শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম মুন্না, মানব পাল, অংকন সাহা সহ অন্যান্য শিক্ষার্থীরা জানায়, নতুন কারিকুলামে মূল্যায়নে তাদের মাঝে আগের মতো পরীক্ষা ভীতি এখন আর কাজ করে না।