নুরজামাল শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক চিকিৎসকসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। রোগীর স্বজনরা এ হামলা চালায় বলে অভিযোগ চিকিৎসকদের।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার তুলাসার এলাকার শারমিন নামে এক রোগী শ্বাসকষ্ট রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় রোগীর ভর্তি ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় রোগীর স্বজনরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে রোগীর স্বজনরা চিকিৎসক ও কর্মচারীদের ওপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়।
হামলায় এক চিকিৎসকসহ অন্তত ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেন চিকিৎসকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে হাসপাতালে জরুরি সভা করে দোষীদের গ্ৰেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন চিকিৎসকরা। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে সেনা সদস্যরা।
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের মারধর,জরুরী সেবা ছাড়া সব সেবা বন্ধ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ