নিজস্ব প্রতিবেদক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত মঙ্গলবার (১৪ই নভেম্বর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন উদ্বোধন করেন। শিক্ষা অবকাঠামো উন্নয়নখাতে বর্তমান সরকারের তিন মেয়াদে গত ১৫ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন একযোগে উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক ও ১০নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইয়ুম খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হাওলাদার,গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ ফরিদুজ্জামান খান,ভান্ডারীকাঠী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল সিকদার,পশ্চিম ঢাপরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (খোকন)। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম খান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
নির্মিত ভবনগুলোয় ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য র্যাম্প ও আলাদা টয়লেট রয়েছে। কাঙ্ক্ষিত শিক্ষা সুনিশ্চিতের প্রয়াসে দেশব্যাপী অসংখ্য দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শিক্ষা অবকাঠামো নির্মাণ করে চলেছে। ২০০৯ সাল থেকে শুরু করে বিগত ১৫ বছরে বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৪১টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ হাজার ৫০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৫ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৮ হাজার ৪৭৫টি শ্রেণিকক্ষ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ফলে ৪৪ লাখ ২৩ হাজার ৭৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া, বিগত ১৫ বছরে ১৩ হাজার ৪২টি প্রতিষ্ঠানে (সরকারি-বেসরকারি) মোট ২ হাজার ৭৫৮ কোটি টাকার মেরামত ও সংস্কার কাজ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
শিক্ষা প্রকৌশল নির্মিত কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ