নিজস্ব প্রতিবেদক :- শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে— বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ক্যাম্পাস বাংলাদেশ (Green Campus BD) এর বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন ক্যাম্পাস বিডি এর সম্মানিত উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন স্যার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সম্মানিত শিক্ষক জনাব কবির হাসান স্যার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী প্রকৌশলী মুর্শেদ আবেদীন স্যার সহ গ্রীন ক্যাম্পাস বিডি এর সদস্যবৃন্দ।
এসময় গ্রীন ক্যাম্পাস বিডি এর প্রতিষ্ঠাতা সভাপতি রাব্বি হাসান ও সাধারণ সম্পাদক জাকারিয়া রায়হান উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সহ উপস্থিত সকলের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।